এই প্রচারে ডিলোলা ট্রিপে লোপেজ পরেছেন লেবানিজ কুউটোরিয়া’র স্প্রিং/সামার ২০২৩ কালেকশনের পোশাক। সাদা রঙয়ের ফ্লোরাল এমব্রয়ডারি করা পোশাকে লোপেজকে মনে হচ্ছে যেন অপ্সরী।
চুলের সাজে লোপেজ বেছে নিয়েছেন হাই স্লিক ব্যাক বান। সঙ্গে গোলাপি পার্স আর পায়ে সাদা প্ল্যাটফর্ম হিল, আর মুখে মায়াবি মেকাপ।
এলি সাবের আইওয়্যার লাইন থেকে রোজ গোল্ড রঙের সানগ্লাসও লোপেজকে দিয়েছে অনন্য রূপ।
লোপেজের একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে ডিজাইনার এলি সাব লিখেছেন, ‘স্টাইলের সঙ্গে ডিলোলা ট্রিপ শেষ করলেন জেনিফার লোপেজ। এলি সাবেরের পোশাকে দারুণ মানিয়েছে তাকে।‘
এই সফরের প্রথম দিনে লোপেজকে আরেক লেবানিজ ডিজাইনার আন্দ্রেয়া ওয়াজেনের ডিজাইন করা ডাবল যিউ পিভিসি প্ল্যাটফর্ম পরতেও দেখা গেছে।