৪৪ বছর বয়সী মিকালা জোনসের মৃত্যুতে সার্ফিং জগতে বইছে শোকের হাওয়া। তিনি সার্ফিংয়ের একজন গ্রেট হিসেবে পরিচিত ছিলেন। সমুদ্রের ঢেউ ভাঙ্গার সময় সার্ফ বোর্ডে গো প্রো দিয়ে ছবি ও ভিডিও নেয়ার জন্য তিনি ছিলেন বিখ্যাত।
সিএনএন জানিয়েছে, মৃত্যুর পরপর সোশাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
তার মেয়ে ইসাবেলা ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, ‘বাবা একটি মারাত্মক সার্ফিং দুর্ঘটনার শিকার হন। তিনি এর থেকে বের হয়ে আসতে পারেন নি।’
এসময় তিনি বাবার সাথে তার ছোট বেলার ছবিও শেয়ার করেন।
বাবার উদ্দেশে তিনি লিখেন, ‘যদি তুমি আমাদের সঙ্গে থাকতে! তোমার এখনই ছেড়ে যাওয়ার কথা ছিল না। এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে।’
জোনস তার গোপ্রো ক্যামেয়া দিয়ে সার্ফিংয়ের ভিডিও করতেন। তার ভিডিওর অগণিত ভক্ত ছিল।
তার মৃত্যুতে ম্যাগাজিন সার্ফলাইন লিখেছে, ‘তার অসংখ্য কভার শট, ছোট ভিডিও ও চমকপ্রদ গোপ্রো ফুটেজের বিচারে বলা যায় মিকালা একবিংশ শতাব্দীর সবচেয়ে ফটোজেনিক সার্ফারদের মধ্যে একজন ছিলেন।’
তিনবারের সার্ফিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিক ফ্যানিং এক পোস্টে লিখেছেন, ‘খবরটি শুনে ভেঙে পড়লাম।’
সার্ফ ফটোগ্রাফার ব্রায়ান বিয়েলম্যান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তিনি একজন বিস্ময়কর ব্যক্তি ছিলেন। এক অবিশ্বাস্য শিল্পী তিনি। তার গোপ্রোর ছবিগুলো মন ছুঁয়ে গিয়েছিল।’