নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে এক বছরের শিশুকে গার্বেজ শুটে ছুড়েছেন এক ব্যক্তি।
খবর পেয়ে শিশুটিকে তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছে হাসপাতালে।
গার্বেজ শুটের অপর দুটি নাম ট্র্যাশ শুট ও রিফিউজ শুট। এটি ভবনের মাঝে স্থাপিত উলম্ব পথ, যা দিয়ে ওপরের তলা থেকে নির্দিষ্ট একটি কালেকশন পয়েন্টে যায় আবর্জনা। সাধারণত আবর্জনা কালেকশন পয়েন্টটি থাকে বেজমেন্টে।
আইউইটনেস নিউজ জানায়, পার্ক হিল সেকশনের ১৯৫ স্টিউবেন স্ট্রিট এলাকায় সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। এর আগে ৯১১ নম্বরে কল করে মানসিক সমস্যাগ্রস্ত একজন ব্যক্তির বিষয়ে জানানো হয়েছিল।
পুলিশ জানায়, এক বছরের মেয়েটিকে গার্বেজ শুটে ছুড়ে ফেলেন ৩৯ বছরের এক ব্যক্তি।
শিশুটিকে নেওয়া হয় স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হসপিটাল নর্থে। সেখানে স্থিতিশীল অবস্থায় ছিল দেহে সামান্য আঘাত পাওয়া শিশুটি।
বাহিনীটি আরও জানায়, শিশুকে ছুড়ে ফেলা ব্যক্তিটিকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।