অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে চলমান রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা, নির্বাচনকালীন সরকারের ওপর দলগুলোর আস্থা সংকট ও সেনা নেতৃত্বের সঙ্গে দূরত্ব-এসবই তার পদত্যাগ সিদ্ধান্তকে প্রভাবিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। তারা সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।
এসব পরিস্থিতির মধ্যে অধ্যাপক ইউনূস নিকটজনদের কাছে তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে মন্ত্রিসভার ঘনিষ্ঠরা বলছেন, ড. ইউনূস এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
তিনি চেয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হোক, আর অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখুক।
প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘এখন যদি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ করেন তাহলে সংকট আরও ঘনীভূত হবে। তিনি এখনো আলোচনার মাধ্যমে পথ খুঁজছেন।’
এর আগে, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় উভয়ের সম্পর্কের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থায় ড. ইউনূসের পদত্যাগ রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইউনূস এখনো শেষ সিদ্ধান্ত নেননি। তবে পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।