ক্যানসারের খবর জানিয়ে প্রথমবার জনসমক্ষে এসে কী করলেন বাইডেন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৫ ২০২৫, ১৯:৪২ হালনাগাদ: সেপ্টেম্বর ৫ ২০২৫, ১৩:৪৫

কানেকটিকাটের সালিসবারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে এসে শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: ইনস্টাগ্রাম

কানেকটিকাটের সালিসবারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে এসে শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: ইনস্টাগ্রাম

  • 0

ছবিগুলোর একটির ক্যাপশনে জিল বাইডেন লিখেন, ‘গর্বিত দাদি ও দাদা! অভিনন্দন হান্টার। আমরা তোমাকে নিয়ে অনেক গর্বিত।’

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানানোর পর শুক্রবার নাতির হাই স্কুল সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউ ইয়র্ক পোস্টের খবরে জানানো হয়, কানেকটিকাটের সালিসবারি স্কুলের অনুষ্ঠানে বাইডেন তার নাতি রবার্ট দ্বিতীয় হান্টার বাইডেন, কন্যা অ্যাশলি এবং স্ত্রী সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ছবি তোলেন।

ছবিগুলোর একটির ক্যাপশনে জিল বাইডেন লিখেন, ‘গর্বিত দাদি ও দাদা! অভিনন্দন হান্টার। আমরা তোমাকে নিয়ে অনেক গর্বিত।’

গত সপ্তাহে বাইডেনের এক মুখপাত্র জানান, সাবেক প্রেসিডেন্টের শরীরে ‘আগ্রাসী ধরনের’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে তার শরীরে।

আক্রান্তের এ খবর জানানো হয় ‘অরিজিনাল সিন’ নামের একটি বই প্রকাশ হওয়ার কয়েক দিন আগে। ওই বইয়ে বাইডেনের স্বাস্থ্যের অবনতির কথা গোপন রাখার তথ্য রয়েছে।

একটি গ্লিসন স্কোরের ভিত্তিতে বাইডেনের প্রোস্টেট ক্যানসার পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, দশের মধ্যে বাইডেনের স্কোর ৯।

নিউ ইয়র্ক পোস্ট জানায়, ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৫ সালে প্রাণ হারানো বাইডেনের ছেলে বো বাইডেনের ১৮ বছর বয়সী পুত্র রবার্ট দ্বিতীয় হান্টার বাইডেন। তার হাই স্কুল সমাপনীতে যোগ দেওয়ার পাশাপাশি একটি বিমানবন্দরেও হাঁটতে দেখা যায় সাবেক প্রেসিডেন্টকে।

বেশ কয়েকজন টিকটক ব্যবহারকারী বিমানবন্দরে আয়েশি ভঙ্গিতে বাইডেনের হাঁটাহাঁটি করার ভিডিও পোস্ট করেন। যদিও বাইডেন কোন বিমানবন্দরে হেঁটেছেন, তা ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায়নি।