কাতারের রাজ পরিবারের কাছ থেকে বেশ দামি একটা উপহার পেতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথম মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতারে অবস্থানের সময় ট্রাম্প উপহার পেতে যাচ্ছেন বিলাসবহুল একটি বোয়িং সেভেন ফোর সেভেন ড্যাশ-৮। এ তথ্য জানিয়েছে সিএনএন।
ওয়াশিংটনে কাতার দুতাবাসের মুখপাত্র আলি আল আনসারির বরাত দিয়ে সিএনএন জানায়, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অ্যামেরিকা ডিফেন্স ডিপার্টমেন্টের মধ্যে আলোচনার পরই এয়ার ফোর্স ওয়ানে যুক্ত হবে বোয়িং ৭৪৭ জেট।
সিবিএস নিউয জানায়, চলতি বছর ফেব্রুয়ারি মাসেই ফ্লোরিডার পাম বিচে উড়ে যায় সেভেন ফোর সেভেন ড্যাশ-৮।
এদিকে, কাতারের ব্যয়বহুল উপহার ব্যবহার করে ট্রাম্প আইনি জটিলতায় পড়বেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সামাজিক মাধ্যম এক্সে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জেইমি রাসকিন জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া কাতারের উপহার ব্যবহার করতে পারবেন না ট্রাম্প।
কাতারের উপহার বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, সবরকমের আইন মেনেই অন্যদেশের উপহার গ্রহণ করা হবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক জেরেমি পিটার্স বলেন, এর আগে সরকারী সম্পত্তি নিজের কাছে রাখতে ট্রাম্প নজির সৃষ্টি করেছেন এবং এবারো এর ব্যতিক্রম হবে না।
কাতারের উপহারের সাথে অ্যামেরিকার সম্পর্ক নেই দাবি করেন রাজনৈতিক বিশ্লেষক ব্যাসিল স্মাইকেল। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পরো ট্রাম্প কাতারের উপহার ব্যবহার করতে পারবেন এমন বন্দোবস্ত হচ্ছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প বোয়িং সেভেন ফোর সেভেনের পুরোনো মডেলের একটি জেটে ভ্রমণ করবেন বলে জানায় এবিসি নিউয। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে এয়ার ফোর্স ওয়ানে যুক্ত হওয়া জেটে সোমবার কাতার পৌছাবেন ট্রাম্প।