নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সায়ানাইডসদৃশ বস্তু দিয়ে মুখ ঝলসে তিন সন্তানের জননীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তার ৫৩ বছর বয়সী স্বামী আসিফ কোরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্মমতার শিকার হওয়া নারীর নাম অ্যালিনা আসিফ, যার বয়স ছিল ৪৬ বছর।
আইউইটনেস নিউজ জানায়, লং আইল্যান্ডে গত শুক্রবার এ দম্পতির বাড়িতে ওই ঘটনা ঘটে।
অভিযুক্ত আসিফ কোরেশিকে কুইন্সের বেলাশোরে টু ফোরটিএইটথ সড়কের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কোরেশির বিরুদ্ধে শুক্রবার সকালে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে জামিন অযোগ্য মামলা করেছে আদালত।
প্রসিকিউটররা জানান, অভিযুক্তের বিরুদ্ধে গ্র্যান্ড জুরির কাছে পরিকল্পিত ও ইচ্ছাকৃত হত্যা মামলার আবেদন করবেন তারা।
ঘটনার তদন্ত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অর্থসম্পদ ও মালিকানাধীন কয়েকটি বাড়ি নিয়ে লড়াই চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। ফলে গত বছরের শেষ দিকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ওই সময় অ্যালিনা সামনের গ্রীষ্মের মধ্যেই বিচ্ছেদের দাবি করেন।
চলতি বছরের অক্টোবরে তিনি স্বামীকে বিচ্ছেদের নোটিশ পাঠান, কিন্তু কোরেশি তা গ্রহণে অসম্মতি জানান।
এরপর থেকেই হত্যা পরিকল্পনার উদ্দেশ্যে বিভিন্ন সময় স্ত্রীর আলাদা বাড়িতে যাতায়াত করতে শুরু করেন তিনি।
অ্যালিনা গত শুক্রবার সন্তানদের পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর কোরেশি তাকে হত্যা করেন।
পরে ভুক্তভোগীর বড় মেয়ের কল পেয়ে বিকেল তিনটা ৫২ মিনিটে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনার আগে স্ত্রী নির্যাতনের অভিযোগে একবার গ্রেপ্তার হন কোরেশি। তার বিরুদ্ধে ইতোপূর্বে স্ত্রীর ওপর চারবার ও মেয়ের ওপর একবার নির্যাতনের অভিযোগ রয়েছে।