ফ্লোরিডার বিমানবন্দরে মানুষের খুলি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১ ২০২৫, ২৩:৫৬

ফ্লোরিডার ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। ছবি: রয়টার্স

ফ্লোরিডার ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। ছবি: রয়টার্স

  • 0

আগ্রহ উদ্দীপক বিষয় হলো ওই যাত্রী ধর্মীয় আচারের অংশ হিসেবে খুলিটি বহনের কথা জানান।

ফ্লোরিডার ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি যাত্রীর লাগেজ থেকে মানুষের দেহের কিছু অংশ উদ্ধার করেছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন-সিবিপি।

সিবিএস নিউজের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা বৃহস্পতিবার লাগেজের একটি অ্যালুমিনিয়াম ফয়েলে খুলির একাংশ ও হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে সিবিএস।

প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণকারী কাস্টমসের কাছে শুরুতে কেবল ১০টি সিগারের কথা উল্লেখ করেন, কিন্তু পরবর্তী সময়ে তল্লাশি করে নিষিদ্ধ গাছ ও অঘোষিত সামগ্রী পাওয়া গেছে।

ওই যাত্রীর পরিচয় ও তার বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি সিবিপির তরফ থেকে।

সংস্থাটির ফিল্ড অপারেশন্স পরিচালক কার্লোস সি মার্টেল জানান, কৃষি বিশেষজ্ঞরা নিষিদ্ধ গাছের উপস্থিতি যাচাইয়ে লাগেজটিকে নজরে আনেন। কর্মকর্তারা এটি চেক করে ফয়েল পেপারে মোড়ানো মানুষের খুলি ও হাড় দেখতে পান।

আগ্রহ উদ্দীপক বিষয় হলো ওই যাত্রী ধর্মীয় আচারের অংশ হিসেবে খুলিটি বহনের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সিবিপির মার্টেল জানান, যাত্রী মাত্র ১০টি সিগারের ঘোষণা দিয়েছিলেন, যা শেষ নাগাদ উদ্ভট বিষয়ে রূপ নেয়। সিবিপির কৃষি বিশেষজ্ঞরা নিষিদ্ধ গাছ উন্মোচনের পাশাপাশি অঘোষিত সিগার ও ফয়েল পেপারে মোড়ানো খুলির অংশসহ মানুষের দেহাবশেষ উদ্ধার করেন।

তিনি আরও জানান, ভ্রমণকারীর দাবি অনুযায়ী, আইটেমগুলো ধর্মীয় আচারের জন্য বহন করা হয়েছিল, তবে মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি থাকায় এগুলো জব্দের পর ধ্বংস করা হয়েছে।