এনওয়াইপিডি কর্মকর্তার ধীরগতির গাড়ির ধাক্কায় নিহত পার্কে শোয়া ব্যক্তি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪ ২০২৫, ২০:৫৬

প্রতীকী ছবিতে দুর্ঘটনাস্থলে পার্ক করে রাখা এনওয়াইপিডির গাড়ি। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

প্রতীকী ছবিতে দুর্ঘটনাস্থলে পার্ক করে রাখা এনওয়াইপিডির গাড়ি। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

পুলিশ জানায়, বেলা চারটা ৩৯ মিনিটে ফ্লাশিং এলাকার ফ্লাশিং মিডোস করোনো পার্কের অভ্যন্তরে মাটিতে শুয়ে থাকা অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে পুলিশ কর্মকর্তার চালানো গাড়িটির।

কুইন্সে শনিবার ইউএসটিএ ন্যাশনাল টেনিস সেন্টারের কাছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির ধীরগতির একটি গাড়ির ধাক্কায় সড়কে শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, এনওয়াইপিডির স্টিকার সংবলিত গাড়িটি চালাচ্ছিলেন ডিপার্টমেন্টের এক কর্মকর্তা। তিনি ইউনাইটেড ন্যাশনস অ্যাভিনিউ সাউথ ধরে পশ্চিমের দিকে যাচ্ছিলেন। তার গাড়ির গতি ছিল ঘণ্টায় মাত্র ১০ মাইল।

পুলিশ জানায়, বেলা চারটা ৩৯ মিনিটে ফ্লাশিং এলাকার ফ্লাশিং মিডোস করোনো পার্কের অভ্যন্তরে মাটিতে শুয়ে থাকা অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে পুলিশ কর্মকর্তার চালানো গাড়িটির।

খবর পেয়ে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ভুক্তভোগীকে নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান কুইন্স হসপিটালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছিলেন পুলিশ কর্মকর্তা।

এ ঘটনার তদন্ত চালাচ্ছে এনওয়াইপিডি হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিসন ইনভেস্টিগেশন স্কোয়াড।