শারজাহতে ফ্ল্যাটের আগুনে ভারতীয় নারীর মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩ ২০২৫, ১৮:০০

শারজাহর আল মাজাজ ২ এলাকার একটি ফ্ল্যাটে বৃহস্পতিবার রাতে আগুন ধরে। ছবি: গালফ নিউজ

শারজাহর আল মাজাজ ২ এলাকার একটি ফ্ল্যাটে বৃহস্পতিবার রাতে আগুন ধরে। ছবি: গালফ নিউজ

  • 0

কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয় আগুনে প্রাণ হারানো নারীর মরদেহ।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল মাজাজ ২ এলাকার একটি ফ্ল্যাটে বৃহস্পতিবার রাতের আগুনে ৪৬ বছর বয়সী ভারতীয় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্মকর্তাদের বরাতে গালফ নিউজ রবিবার জানায়, ফ্ল্যাটে আগুন ধরার সময় ওই নারী বিশেষ আচার পালন করছিলেন বলে খবর পাওয়া যায়।

তারা জানান, ১১ তলা আবাসিক ভবনের অষ্টম তলায় রাত পৌনে ১১টার দিকে আগুন ধরে। জরুরি কল পেয়ে সিভিল ডিফেন্স টিম, পুলিশ ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

কর্মকর্তারা আরও জানান, ময়নাতদন্তের জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয় আগুনে প্রাণ হারানো নারীর মরদেহ।

গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ফলে ফ্ল্যাটটি থেকে পার্শ্ববর্তী ফ্ল্যাটগুলোতে তা ছড়ায়নি। ভবনটির প্রতিটি তলায় ১২টি করে ফ্ল্যাট ছিল।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ পুরো অষ্টম তলায় প্রবেশ ও বাহির বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা মূল্যায়ন শেষে অষ্টম তলার বাসিন্দারা আবার নিজ নিজ ফ্ল্যাটে ফিরতে পারবেন।

অষ্টম তলার এক বাসিন্দা গালফ নিউজকে জানান, ভবন ছেড়ে আসার পর মালিক তাদের জন্য অস্থায়ী আবাসনের কোনো ব্যবস্থা করেননি।

এদিকে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।