
অ্যামেরিকার বাইরে কত দিন থাকলে বাতিল হতে পারে গ্রিন কার্ড?

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬ ২০২৫, ২১:৩৮ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ২৩:২১

অ্যামেরিকার গ্রিন কার্ড বাতিল হওয়া ব্যক্তির এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক
- 0


প্রকাশিত: সেপ্টেম্বর ১৬ ২০২৫, ২১:৩৮ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ২৩:২১

অ্যামেরিকার গ্রিন কার্ড বাতিল হওয়া ব্যক্তির এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক
অ্যামেরিকায় স্থায়ী বসবাসের আনুষ্ঠানিক অনুমোদন হলো গ্রিন কার্ড প্রাপ্তি। এ গ্রিন কার্ড পাওয়া মানে কিন্তু নাগরিকত্ব নয়।
অন্য অনেক সুবিধার মতো গ্রিন কার্ডেও রয়েছে কিছু শর্ত। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো গ্রিন কার্ড নিয়ে অ্যামেরিকার বাইরে বৈধভাবে থাকার সময়সীমা কত।
বহুল আলোচিত প্রশ্নটি অ্যাটর্নি মীর এম মিজানুর রহমানকে করেছেন টিবিএন অ্যানালাইসিসের সঞ্চালক রানা আহমেদ। আইন ও বাস্তবতার আলোকে প্রশ্নের উত্তর দিয়েছেন অতিথি।
টিবিএন: একজন গ্রিন কার্ডধারী অ্যামেরিকার বাইরে সর্বোচ্চ বৈধভাবে কত দিন থাকতে পারেন? যদি কেউ চার-পাঁচ বছর অ্যামেরিকায় না ফেরেন, তাহলে আইন অনুযায়ী তার গ্রিন কার্ডের অবস্থা কী দাঁড়ায়?
মিজানুর রহমান: ধন্যবাদ। আমার শুভেচ্ছা নেবেন। প্রথম কথা হচ্ছে যদি আপনি গ্রিন কার্ড নিয়ে এই দেশে আসেন বা এখানে অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস করে আপনি একজন নন-ইমিগ্র্যান্ট সিচুয়েশন থেকে আপনি গ্রিন কার্ডে পারমানেন্ট রেসিডেন্সে যান, আপনার যেটা বারবারই এই কথায় ফিরে আসে। ল ইজ কমনসেন্স।
পারমানেন্ট রেসিডেন্স। আপনি এখানে পারমানেন্টলি থাকতে চান? নিজেকে প্রশ্ন করেন। আপনি উত্তর পেয়ে যাবেন যে,এটার মানে কী, কত দিন আপনার থাকতে হবে, কত দিন, কী ব্যাপার, ইত্যাদি।
আপনি এখানে পারমানেন্টলি থাকতে চান মানে আপনি বাইরে গেলে বেড়াতে যান। এইখানেই আপনি থাকেন, এইখানে কাজ করেন, এইখানে সারাক্ষণ। যেমন: ইমিগ্রেশনের অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারে একটা কথা আমরা বের করেছি শুনে শুনে যে, আপনি যেখানে সপ্তাহে পাঁচ দিন ঘুমান, সেখানে আপনি থাকেন। শেষ কথা।
আপনি অ্যালাবামাতে কাজ করেন, নিউ ইয়র্কে থাকেন, এটা হয় না…এই যে আপনি সাত দিনের মধ্যে পাঁচ দিন এখানে ঘুমান। ফলে আপনি এখানে থাকেন, এভাবে দেখা হয়।
তাহলে আপনিই বলেন, এখানে আপনি সে গিভেন টাইম, এক বছর, এর মধ্যে আপনার এখানে কত দিন থাকা উচিত, কত দিন বাইরে থাকা উচিত। আপনার কোনো কারণে যেতেই হলো। ইভেন এক বছরের মধ্যে আপনার কয়েকবার যেতে হতে পারে। আপনার বিজনেস আছে, আপনার মেয়েকে বিয়ে দেবেন। আপনার একটা জমি বিক্রি করে আসতে হবে, ইত্যাদি বিভিন্ন কিছু ব্যাপার আছে। এটা থাকতেই পারে।
আপনি একটা সেমিনারে যাবেন, একটা কনফারেন্সে যাচ্ছেন অন্যখানে, কিন্তু যাওয়ার পথে দেশে ঘুরে আসলেন। এটা হতেই পারে, কিন্তু আপনি এখানেই যদি জব করেন, বাড়ি আছে, সবকিছু আপনার এখানেই থাকবে।
তো এখন কথা হচ্ছে যে, প্রশ্নটা এ জন্যই আসে যে, কখন এটা সীমা অতিক্রম করে এবং করলে তখন যে ভয়টা আছে যে, গ্রিন কার্ড চলে যাওয়ার, সেই ক্ষেত্রে ব্যাপারটা কী? সেটা হচ্ছে যদি আপনি ছয় মাসের কম সময় বাইরে থেকে অ্যামেরিকাতে ফিরে আসেন, তাহলেও আপনার গ্রিন কার্ড নিয়ে নেওয়া যায়। সমস্যাটা হচ্ছে এই যে বার্ডেন অব প্রুফটা যে আপনার এই দেশে থাকার অ্যাকচুয়ালি ইচ্ছা নাই, সেটা পড়ে গিয়ে হচ্ছে ইউএস ডিএইচএসের (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) ওপরে। ওদেরকে প্রমাণ করতে হয় যে, আপনার এই ইচ্ছাটা নাই, কিন্ত যদি ছয় মাসের বেশি আপনি বাইরে থেকে এই দেশে ফিরেন, তখন ব্যাপারটা ইজিয়ার হয় ওদের জন্য।
সেটা হচ্ছে তখন বার্ডেন অব প্রুফ ইজ অন ইউ। তো যার ফলে তখন তারা ওইটাকে বেশি করে ধরে, যাতে করে তাদের সুবিধা হয়।
এখন কথাটা হচ্ছে এই সেই ছয় মাসের ব্যাপারটা। আর যদি এক বছরের বেশি আপনি কোনো পারমিশন ছাড়া বাইরে থাকেন, তাহলে আপনার গ্রিন কার্ড নাই। মানে পারমানেন্ট রেসিডেন্স নাই। হয়তো কার্ডের মধ্যে ১০ বছরের এক্সপায়রেশন ডেট আছে, ইত্যাদি, কিন্তু মনে রাখবেন, আপনার পারমানেন্ট রেসিডেন্সটা নাই। আইডি কার্ডটা হয়তো আছে। এই হলো প্রথম কথা।
দ্বিতীয় যে কথা হচ্ছে ধরেন আপনি বাইরে গেলেন। একটা এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য আপনাকে যেতে হবে। আপনি যেটা করবেন, সেটা হচ্ছে ওই পারমিশন নিয়ে যাওয়া যায় এবং সেটা করলে আপনি দুই বছর পর্যন্ত পারমিশন পেতে পারেন যে, আপনার কোনো কারণে, বিভিন্ন কারণে এটা হতে পারে।
এমনকি আপনি গিয়ে দেখলেন যে, আপনার আসা হচ্ছে না। সেখানেও বাইরে থেকেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই যে একটা সিচুয়েশন, এটা একটু মনে রাখতে হবে।