
৩৩ ঘণ্টার অভিযানে যেভাবে গ্রেপ্তার হন কার্কের হত্যাকারী রবিনসন

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩ ২০২৫, ১৩:০৫
.jpg)
চার্লি কার্কের হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তি টাইলার রবিনসন। ছবি: দ্য হিন্দু
- 0
এফবিআই জানায়, তাদের আহ্বানে সাড়া দিয়ে মাত্র দুই দিনে ১১,০০০ এরও বেশি তথ্য পেয়েছে সংস্থাটি।
তিন দিনের অভিযান শেষে পরিবারের এক সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার গ্রেপ্তার হন ডানপন্থি প্রভাবশালী ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তি টাইলার রবিনসন।
ইউটাহর বাসিন্দা ২২ বছর বয়সী রবিনসনকে বর্তমানে ইউটাহর কাউন্টি জেলে পাঠানো হয়েছে।
৩৩ ঘন্টা ধরে চালানো অভিযান
ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বুধবার গুলিবর্ষণের পর কার্কের হত্যাকারীর সন্ধান শুরু হয়। প্রাথমিক সূত্রে একটি তালুর ছাপ, জুতার ছাপ এবং বনের মধ্যে লুকানো একটি রাইফেল খুঁজে পায় তদন্তকারীরা।
তদন্তকারীরা ১০ সেপ্টেম্বর সকালে ধূসর ডজ চ্যালেঞ্জারে করে রবিনসনের ক্যাম্পাসে আসার নজরদারি ফুটেজ পর্যালোচনা করে।
ভিডিওটিতে দেখা যায় রবিনসন মেরুন রঙের টি-শার্ট, হালকা শর্টস, সাদা লোগোযুক্ত কালো টুপি এবং হালকা জুতা পরে আছেন।
বহস্পতিবার কর্তৃপক্ষ ‘সন্দেহভাজন ব্যক্তির’ ছবি এবং ভিডিও প্রকাশ করে জনসাধারণের কাছে সাহায্য চায়। সন্দেহভাজন ব্যক্তির তথ্যের জন্য ১০০,০০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
এফবিআই জানায়, তাদের আহ্বানে সাড়া দিয়ে মাত্র দুই দিনে ১১,০০০ এরও বেশি তথ্য পেয়েছে সংস্থাটি।
অবশেষে শুক্রবার ইউটাহর গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে জানান, রবিনসন পরিবারের এক বন্ধুর তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির তদন্তকারী এবং এফবিআই-এর কাছে রবিনসনের বিষয়ে তথ্য পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার ভোরে দক্ষিণ-পশ্চিম ইউটাহের ওয়াশিংটন কাউন্টিতে যখন কর্তৃপক্ষ তাকে দেখতে পায়, তখন ফুটেজের সাথে সঙ্গতিপূর্ণ পোশাক দেখে কর্তৃপক্ষ তাকে শনাক্ত করে।
রবিনসনের রুমমেট ডিসকর্ড প্ল্যাটফর্ম থেকে দেয়া বার্তাগুলোও শেয়ার করেছেন যাতে ইঙ্গিত দেওয়া হয় যে তিনি তোয়ালে দিয়ে মোড়ানো ঝোপের মধ্যে একটি রাইফেল লুকিয়ে রেখেছিলেন।
কর্তৃপক্ষ রবিনসনের রুমমেট এবং পরিবারের সাক্ষাৎকার নেয়। তারা লুকানো রাইফেল এবং কার্ককে নিয়ে পূর্ববর্তী রাজনৈতিক মন্তব্য সম্পর্কে ডিসকর্ডের বার্তা প্রকাশ করে।
ক্যাম্পাসের কাছে একটি জঙ্গলঘেরা এলাকা থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে, যার একটি ব্যবহৃত কার্তুজ চেম্বারে এবং তিনটি কার্তুজ ম্যাগাজিনে রয়েছে। বুলেটের খোলগুলিতে খোদাই করা ছিল কিছু বার্তা। যেমন- হেই ফ্যাসিস্ট!ক্যাচ
এছাড়া অনলাইন গেমিং সংস্কৃতিতে জনপ্রিয় ফ্যাসিবাদ-বিরোধী গান বেলা সিয়াও’র উল্লেখও ছিল।
কক্স বলেন, খোদাইকৃত বার্তাগুলো হত্যাকারীর উদ্দেশ্য প্রকাশ করছে।
কর্তৃপক্ষ জানায়, রবিনসন একাই এই ঘটনা ঘটিয়েছেন এবং তিনি ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ছাত্র নন। রিপোর্ট অনুযায়ী, তার কোনও অপরাধমূলক ইতিহাস ছিল না এবং তিনি একজন নিষ্ক্রিয় ভোটার ছিলেন।
রবিনসনকে বর্তমানে স্প্যানিশ ফর্কের ইউটাহ কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর হত্যা, গুরুতর শারীরিক ক্ষতির জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ন্যায়বিচারে বাধা সৃষ্টির অভিযোগ রয়েছে।
একজন বিচারক তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছেন। রবিনসনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলে আশা করা হচ্ছে।