বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
জানা গেছে, চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে কয়েকদিনের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। ফ্রান্সের কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অন্তত দুই সপ্তাহের জন্য তিনি নিষিদ্ধ হয়েছেন।
নিষেধাজ্ঞাকালে ফুটবল খেলা ও অনুশীলনে যোগ দিতে পারবেন না মেসি। তাকে কোনো বেতনভাতাও দেয়া হবে না।
ক্লাবের আরেকটি সূত্র জানিয়েছে, কিছুদিনের জন্য সাইডলাইনে পাঠানো হয়েছে ৭ বারের ব্যালন ডিঅর খেতাবধারী এই ফুটবল তারকাকে। কারণ ক্লাবের চেয়ে গুরুত্বপুর্ণ নন কেউ।
মেসি গত রোববার পিএসজির হয়ে লিগ ম্যাচে অংশ নিয়েছিলেন। ঘরের মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে পরাজিত হয় পিএসজি।
এরপর চুক্তির কারণে সৌদি আরবের পর্যটনদূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে যান মেসি। এ কারণে সোমবারে দলীয় অনুশীলনে তিনি উপস্থিত ছিলেন না।