আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ শামখানি বেঁচে আছেন?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৮ ২০২৫, ২২:২৪

আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ আলি শামখানি। ছবি: তেহরান টাইমস

আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ আলি শামখানি। ছবি: তেহরান টাইমস

  • 0

ভাইস অ্যাডমিরাল আলি শামখানির ছবি শনিবার প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় জানাজার দিনে তার এ ছবি প্রকাশ করা হয়।

ইরানে গত ১৩ জুন ইসরায়েলের হামলার কয়েক দিন পর ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহকারী আলি শামখানির ভাগ্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। ইসরায়েল ও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার নিহত হওয়ার খবর জানায়, কিন্তু শনিবার এ কর্মকর্তার সাক্ষাৎকার প্রচার করে চাঞ্চল্য সৃষ্টি করে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

সিএনএন জানায়, এর আগে গত শুক্রবার ইরনা, তাসনিম, ফার্সসহ ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম শামখানি বেঁচে আছেন বলে খবর প্রকাশ করে। এসব সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামলায় মারাত্মক আহত শামখানি ভর্তি আছেন হাসপাতালে। যদিও সংবাদমাধ্যমগুলো শামখানির ছবি প্রকাশ করেনি।

ভাইস অ্যাডমিরাল আলি শামখানির ছবি শনিবার প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় জানাজার দিনে তার এ ছবি প্রকাশ করা হয়।

একই দিনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি শামখানির সাক্ষাৎকার প্রচার করে। একে ইরানে হামলার পর তার প্রথম টিভি সাক্ষাৎকার বলে দাবি করে সংবাদমাধ্যমটি।

শামখানির পরিচয় কিংবা সাক্ষাৎকার প্রচারের তারিখ আলাদাভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

কী ছিল সাক্ষাৎকারে

সাক্ষাৎকারে দেখা যায়, শামখানির হাতে ভর করে হাঁটার জন্য ব্যবহৃত লাঠি। তিনি শ্বাসপ্রশ্বাসে সহায়ক যন্ত্রও ব্যবহার করছিলেন।

ভাইস অ্যাডমিরাল জানান, তার বাড়িতে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের নিচে তিন ঘণ্টা আটকে ছিলেন।

‘ধ্বংসস্তূপের নিচেই আমি ফজরের নামাজ পড়ি’, বলেন শামখানি।

আইআরআইবি একটি বাড়ির ফুটেজও প্রচার করে, যাকে তারা শামখানির বাড়ির বলে দাবি করে। বাড়িটিতে ভাঙা কংক্রিট ও রড দেখা যায়।

হামলার বিষয়ে ইরানের এ কর্মকর্তা বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম, ভূমিকম্প হচ্ছে, কিন্তু যানবাহনের শব্দ শুনে বুঝি, তা নয়।’

তিনি আরও জানান, হামলায় দেহের অভ্যন্তরে আঘাত পেয়েছেন তিনি। তার পাঁজরে ফ্র্যাকচার ধরা পড়েছে।

খামেনির ঘনিষ্ঠ সহকারী বলেন, ‘আমি জানি কেন তারা আমাকে টার্গেট করেছে, কিন্তু আমি সেটা বলতে পারব না।’

শামখানির বিষয়ে জানতে ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।