মেসির জোড়া গোলে লিগস কাপের শেষ আটে মায়ামি

টিবিএন ডেস্ক

আগস্ট ৭ ২০২৩, ১৭:২৭

ডালাসের বিপক্ষে জয়ের পর সতীর্থদের সঙ্গে লকার রুমে লিওনেল মেসি। ছবি: টুইটার

ডালাসের বিপক্ষে জয়ের পর সতীর্থদের সঙ্গে লকার রুমে লিওনেল মেসি। ছবি: টুইটার

  • 0

ডালাস এফসিকে টাইব্রেকারে হারিয়ে লিগস কাপের শেষ আট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ম্যাচ ৪-৪ গোলের সমতায় ছিল। মায়ামির হয়ে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

ডালাসের মাঠে ৮৫ মিনিট মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকে ৪-৪ গোলে সমতায় ফেরে মায়ামি। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ৪-২ গোলে পিছিয়ে ছিল মেসির দল।

ম্যাচ শুরুর ৬ মিনিটে জোর্দি আলবার পাস থেকে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ৩৭ মিনিটে আর্জেন্টাইন ফাকুন্দো কুইননের গোলে সমতায় ফেরে ডালাস। মার্কো ফারফানের পাসে কুইনোন ডালাসের হয়ে গোল পরিশোধ করেন।

৪৫ মিনিটে মায়ামির দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুর্দান্ত ফিনিশিংয়ে স্বাগতিক ডালাসকে এগিয়ে দেন বার্নার্ড কামুঙ্গো। ডালাসের আরেক আর্জেন্টাইন খেলোয়াড় আলান ভেলাসকো ৬৩ মিনিটে ফ্রি-কিকে ব্যবধান ৩-১ করে দেন।

৬৫ মিনিটে বদলি খেলোয়াড় বেঞ্জামিন ক্রেমাসকি মায়ামির হয়ে এক গোল শোধ করেন। ৬৮ মিনিটে রবার্ট টেইলরের আত্মঘাতি গোলে ডালাস আবারও দুই গোলের লিড পায়।

ম্যাচ শেষের ১০ মিনিট আগে বক্সের ভিতর মেসি ফ্রি-কিক হেডের সাহায্যে ক্লিয়ার করতে গিয়ে ফারফান বল জালে জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় পরে ডালাস। এই গোলে মায়ামি ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়।

ম্যাচের শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে মেসির ফ্রি-কিকে ম্যাচ পেনাল্টি শুট আউটে নিয়ে যায় মায়ামি।

শুট আউটে মেসি প্রথম গোল করেন। ডালাসের হয়ে দ্বিতীয় সুযোগ হাতছাড়া করেন প্যাক্সটন পোমিকাল। শেষ স্পট কিক থেকে গোল করে ক্রেমাসকি মায়ামির শেষ আট নিশ্চিত করেন।