গরুর মাংসে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণে উত্তর-পূর্বের চারটি স্টেইটে অন্তত ১৬ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
দ্য সেন্টারস ফর ডিজিয কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট ও ম্যাসাচুসেটস- এই চারটি স্টেইটে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে কানেটিকাট, নিউ জার্সি এবং নিউ ইয়র্কে ‘শপরাইট’ স্টোর থেকে ৮০ শতাংশ গ্রাউন্ড বিফ কেনা হয়।