যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১১ ২০২৫, ১৫:১৫

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

  • 0

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পরও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার রাতে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পরও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবারের হামলার কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, চুক্তির কোনো প্রকার লঙ্ঘন তারা করেননি।

যুদ্ধবিরতি ঘোষণার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর এবং পাকিস্তানের সীমান্তবর্তী আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে। যদিও চাপা উত্তেজনা এখনো বিদ্যমান সাধারণ মানুষের মাঝে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পরও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার রাতে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বিবিসির কাছে দাবি করেন, তারা চুক্তির কোনো প্রকার লঙ্ঘন করেননি।

এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই সব ধরনের বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ -পিএএ।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের করার সিন্ধু চুক্তি বাতিলসহ অন্যান্য বিষয়ও ধীরে ধীরে সুরাহা হবে বলে আশা প্রকাশ করেন।

অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্যাহেলগামে হামলা করে যে নারীদের বিধবা করা হয়েছে। তাদের সিঁদুরের প্রতিশোধ তারা নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘ভারতে জঙ্গি হামলার পরিণতি বিশ্ব ইতিমধ্যেই দেখেছে। উরি থেকে শুরু করে পুলওয়ামা, বালাকোট এবং সবশেষ প্যাহেলগামে হামলার জবাবে ভারত পাকিস্তানের গভীরে গিয়ে একাধিক হামলা চালিয়েছে। আমাদের সীমান্ত রক্ষার জন্য শত্রুদের প্রতি এটাই আমাদের প্রতিশ্রুতির বার্তা।’

কূটনৈতিক চাপে যুদ্ধবিরতি ঘোষণার পর রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।