ভারতে নির্মাণাধীন সেতুতে দ্বিতীয় বার ধস

টিবিএন ডেস্ক

জুন ৬ ২০২৩, ১২:২১

ধসে পড়া সুলতানগঞ্জ সেতু । ছবি: সংগৃহীত

ধসে পড়া সুলতানগঞ্জ সেতু । ছবি: সংগৃহীত

  • 0

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন এক সেতু রোববার ধসে পড়েছে। চার লেনের কংক্রিটের সেতুটি ১৪ মাসের মধ্যে দুবার ধসে পড়ল। ফলে প্রশ্ন উঠেছে নির্মাণের মান নিয়ে।

একটি ভিডিওতে দেখা যায়, ৩ কিলোমিটার (১.৮ মাইল) দীর্ঘ সেতুটি নদীতে ভেঙে পড়ে।

সুলতানগঞ্জ সেতুটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। গত বছর এপ্রিলে প্রথমবার সেটি ভেঙে পড়ে। এরপর নতুন করে শুরু হয় নির্মাণ কাজ। 

সেতু নির্মাণের সহযোগী প্রতিষ্ঠান কানাডিয়ান ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাকএলহানি সোমবারে এক বিবৃতিতে বলেন, ‘সেতুটির আংশিক ধস সম্পর্কে আগে থেকেই আমরা সচেতন ছিলাম এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত।’

তিনি নিশ্চিত করেছেন তদন্তের স্বার্থে কোম্পানি সব ধরনের সহযোগিতা করবে।

তবে নির্মাণকারী প্রতিষ্ঠান এসপি সিংলা কনস্ট্রাকশন সেতু ধসের ঘটনার পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার  ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 


0 মন্তব্য

মন্তব্য করুন