ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার দেশে তৈরি তিনটি ড্রোন উন্মোচন করেছে ইরানের সেনাবাহিনী।
প্রেস টিভি জানায়, ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং তথা ভিটিওএল ড্রোনগুলো বিভিন্ন মিশনে ব্যবহারের উপযোগী।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, উন্মোচন হওয়া ড্রোন তিনটির নামকরণ করা হয়েছে ‘হোমা’, ‘দিদেবান’ ও ‘শাহিন-১’।
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাহেদান শহরে দেশটির সেনাবাহিনীর ড্রোন ও বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জামগুলো প্রদর্শন করা হয়।
প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোমা ভিটিওএল ড্রোন সর্বোচ্চ ১২ হাজার ফুট উঁচুতে ওড়ার সক্ষমতা আছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাত্রিকালীন দৃষ্টিশক্তির সামর্থ্য ব্যবহার করে এটি শত্রুপক্ষের তথ্য সংগ্রহের বিভিন্ন মিশন সম্পন্ন করতে পারে।
ইরানের সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে মোতায়েন করা হবে দিদেবান ড্রোনটিকে। হালকা ওজনের ও বহনযোগ্য এ ড্রোন দিবা-রাত্রির দৃষ্টিশক্তির সামর্থ্যকে কাজে লাগিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি ছয় হাজার ফুট উঁচুতে উড়তে পারে।
শাহিন-১ সুইসাইড ড্রোনকে তৈরি করা হয়েছে ভবিষ্যৎ যুদ্ধের বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার জন্য। উচ্চগতি ও সহজে গতিপথ পরিবর্তনের সামর্থ্যের কারণে এটি শত্রুপক্ষের সব ধরনের স্থির ও ভ্রাম্যমাণ লক্ষ্যবস্তুকে আঘাত ও ধ্বংস করতে সক্ষম।