৪ দেশের ৩৯ ব্যক্তিকে অ্যামেরিকার ভিসা নিষেধাজ্ঞা

টিবিএন ডেস্ক

জুলাই ২০ ২০২৩, ১৪:১৬

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে চারটি দেশের ৩৯ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে অ্যামেরিকা। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাডর।

অ্যামেরিকান স্টেইট ডিপার্টমেন্ট বুধবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার তথ্য জানায়।

সেকশন থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি করাপশন অ্যান্ড আনডেমোক্র্যাটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ নামের একটি প্রতিবেদন অ্যামেরিকান কংগ্রেসে জমা দেয়া হয়েছে।

অ্যামেরিকার এই নিষেধাজ্ঞার তালিকায় নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাডরের ছয় ব্যক্তির নাম রয়েছে। এল সালভাডরের ছয় ব্যক্তির মধ্যে দুইজন সাবেক প্রেসিডেন্টও রয়েছেন।

স্টেইট ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় এমন ব্যক্তিরা আছেন, যারা স্বেচ্ছায় গণতান্ত্রিক প্রক্রিয়া বা নিজ প্রতিষ্ঠানের ক্ষতি করেন। এই ব্যক্তিরা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টি করেছেন।

নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা অ্যামেরিকায় প্রবেশের অনুমতি পাবেন না। যাদের ইতোমধ্যে অ্যামেরিকার ভিসা দেয়া হয়েছে তাদের ভিসাও বাতিল করা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন