'পুতিন হত্যার' চক্রান্তে মদদের অভিযোগ নাকচ অ্যামেরিকার

টিবিএন ডেস্ক

মে ৪ ২০২৩, ২৩:৩৮

ক্রেমলিনে কথিত হামলার ভাইরাল একটি ফুটেজ থেকে নেয়া ছবিটি সংগৃহীত

ক্রেমলিনে কথিত হামলার ভাইরাল একটি ফুটেজ থেকে নেয়া ছবিটি সংগৃহীত

  • 0

ক্রেমলিনে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চক্রান্তে ইউক্রেনকে মদদ দিয়েছে অ্যামেরিকা- সম্প্রতি এমন অভিযোগ তুলেছে রাশিয়া। অভিযোগ নাকচ করে ইউএস ন্যাশনাল সিকিউরিটি বলেছে, ওই হামলায় অ্যামেরিকার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ইউএস ন্যাশনাল সিকিউরিটির মুখপত্র জন কিরবি রাশিয়ার এই অভিযোগকে ‘হাস্যকর দাবি’ বলে অভিহিত করেছেন।

রাশিয়া বুধবার অভিযোগ করেছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

ইউক্রেন বুধবারই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার বলেন, ‘এই হামলায় নি:সন্দেহে অ্যামেরিকার সম্পৃক্ততা আছে… হামলার সিদ্ধান্ত কিয়েভে নয়, ওয়াশিংটনে হয়েছে।’

এই দাবির পক্ষে অবশ্য কোনো তথ্য-প্রমাণ তিনি দেখাননি।

জবাবে কিরবি বলেন, ‘পেসকভ সহজ ও স্বাভাবিকভাবে মিথ্যাচার করছেন… ওই হামলায় অ্যামেরিকার কোনো সম্পৃক্ততা নেই। আমরা তো এখনও এটাই জানি না যে ক্রেমলিনে আসলে কী ঘটেছে। তবে আমি আশ্বস্ত করছি যে তাতে অ্যামেরিকান কোনো ভূমিকা নেই।'

প্রেসিডেন্ট পুতিন ঘটনার সময় ক্রেমলিন ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র দিমিত্রি পেসকভ। কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।

রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় একটি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে সেন্ট্রাল মস্কোতে ধোঁয়া উড়ছে। তবে ফুটেজের সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইউক্রেনিয়ান প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইযর মিখাইলো পোডোলেক মনে করেন, রাশিয়ায় সক্রিয় কোনো বাহিনীর গরিলা কর্মকাণ্ডের ইঙ্গিত দিয়েছে এই হামলা। 

তিনি বলেন, ‘ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন পাঠানো লাগেনি। রাশিয়ান ফেডারেশনের (আরএফ) মধ্যেই কিছু ঘটছে।’

সাবেক ইউএস ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ও সিআইএ অফিসার মাইক মালরয় বিবিসকে বলেন, ‘ইউক্রেন পুতিনের সব খবরাখবর ঠিকমতোই রাখে। তিনি যে ঘটনা সময় ক্রেমলিনে থাকবেন না তাও অজানা ছিল না। তাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা ছিল বলে মনে হয় না।

‘যারা হামলাটি চালিয়েছে, তারা হয়ত রাশিয়াকে দেখাতে চাইছে- ইউক্রেনে যে আক্রমণ চালানো হয়েছে তা ঘুরেফিরে রাশিয়ার ওপরও আসতে পারে।’

আবার হামলার যে দাবি রাশিয়া করছে, তা সঠিক নাও হতে পারে বলে জানালেন মালরয়।

তিনি বলেন, ‘এমনও হতে পারে রাশিয়া বানিয়ে বানিয়ে এসব বলছে যেন প্রেসিডেন্ট যেলেস্কির ওপর হামলা চালানোর কোনো কারণ দাঁড় করানো যায়। এরকম তারা আগেও তো করেছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন