অ্যালাবামায় হাইস্কুল ছাত্রের মৃত্যু

টিবিএন ডেস্ক

আগস্ট ১১ ২০২৩, ২২:৩৫

পিনসন ভ্যালি হাই স্কুলের তারকা বাস্কেটবল খেলোয়াড় কেইলিব হোয়াইট। ছবি: সংগৃহীত

পিনসন ভ্যালি হাই স্কুলের তারকা বাস্কেটবল খেলোয়াড় কেইলিব হোয়াইট। ছবি: সংগৃহীত

  • 0

অ্যালাবামা স্টেইটের হাই স্কুলের তারকা বাস্কেটবল খেলোয়াড় কেইলিব হোয়াইটকে বৃহস্পতিবার হাসপাতালে মারা গেছেন। ১৭ বছর বয়সী এই বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যুর কারণ জানা যায়নি।

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার পর হঠাৎ করে পিনসন ভ্যালি হাই স্কুলের ছাত্র হোয়াইটের শারীরিক অবস্থার অবনতি হয়। এর একঘণ্টা পর তাকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে শুক্রবার নিহতের ময়নাতদন্ত করা হবে।

পিনসন ভ্যালি হাই স্কুলের প্রিন্সিপাল মাইকেল টার্নার বৃহস্পতিবার রাতে এক চিঠিতে পরিবারকে ঘটনাটি অবহিত করেন। তিনি বলেন, ক্যালিবের জীবন রক্ষাকারী প্রচেষ্টা দ্রুত শুরু করা হয়।

চিঠিতে টার্নার বলেন, ‘আগামী দিনগুলোতে যাদের কাউন্সেলিং রিসোর্সের প্রয়োজন হবে তাদের জন্য ব্যবস্থা থাকবে। দয়া করে শিক্ষার্থীর পরিবার এবং আমাদের স্কুলকে আপনার প্রার্থনায় রাখুন।’

পিনসনের মেয়র জো কোচরান বলেছেন, ক্যালিবের মৃত্যুতে তিনি ‘মর্মাহত’।

কোচরান একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘আমি ক্যালিবকে ব্যক্তিগতভাবে চিনতে পেরে সম্মানিত বোধ করছি। সে অনেক ভালো মনের মানুষ ছিলো, আমি তাকে ভালবাসি। জীবন ক্ষণস্থায়ী, প্রতিটি দিনকে সম্পত্তি হিসাবে উপভোগ করুন।’

পয়েন্ট গার্ড হিসেবে বাস্কেটবল খেলে ইএসপিএন-এর তালিকায় স্টেইটে ৩ নম্বর খেলোয়াড় এবং দেশের ৪৩ নম্বর খেলোয়াড়ের র‌্যাঙ্কিং পান ক্যালিব।