ডে কেয়ার থেকে অসুস্থ অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে কর্তৃপক্ষ।
শিকাগো পুলিশ জানিয়েছে, ইস্ট অন্টারিওর ফোর হান্ড্রেড ব্লকের স্ট্রিটভিল এলাকার ওই চাইল্ড কেয়ার সেন্টারে বাথরুমে ময়লার ব্যাগে ছিল নিথর দুই মেয়ে নবজাতক।
তাদের লুরি চিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
অসুস্থ অবস্থায় উদ্ধার নারীকে নর্থ-ওয়েস্ট মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী ধরনের অসুস্থতা তার- সেটি নিশ্চিত করেননি চিকিৎসকরা।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।