পিটসবার্গে ইহুদি উপাসনালয়ে হামলায় দোষি সাব্যস্ত আসামি

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ১৬:৪৭

পিটসবার্গের ট্রি অফ লাইফ সিনাগগে ২০১৮ সালে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত হন। ছবি: সংগৃহীত

পিটসবার্গের ট্রি অফ লাইফ সিনাগগে ২০১৮ সালে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত হন। ছবি: সংগৃহীত

  • 0

পিটসবার্গে ইহুদিদের উপাসনালয়ে সন্ত্রাসী হামলার দায়ে দোষি সাব্যস্ত হয়েছেন আসামি রবার্ট বোয়ার্স।

পেনসিলভেনিয়ার পিটসবার্গের ট্রি অফ লাইফ উপাসনালয়ে (সিনাগগ) ২০১৮ সালের ২৭ অক্টোবর এই হামলা হয়। সেদিন সিনাগগে প্রার্থনায় যাওয়া ১১ ইহুদিকে গুলি করে হত্যা করেন বোয়ার্স।

ঘটনাটিকে অ্যামেরিকার ইতিহাসে ইহুদিদের ওপর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হয়।

হামলার ঘটনায় বোয়ার্সের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের ১১ কাউন্টসহ ৬৩টি অভিযোগে মামলা হয়। প্রতিটি অভিযোগ ফেডারেল ট্রায়ালে প্রমাণিত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে পেনসিলভেনিয়ার আদালত।

সাজা হিসেবে বোয়ার্স মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন- সে বিষয়ে শুনানি হবে এক সপ্তাহ পর।

বোয়ার্স ছিলেন ট্রাক ড্রাইভার। ঘটনার পর তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ঘেঁটে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বরাবরই ইহুদিবিদ্বেষী ছিলেন তিনি।

প্রসিকিউটররা জানান, সেমি অটোমেটেড অ্যাসাল্ট-স্টাইল রাইফেল ও তিনটি হ্যান্ডগান নিয়ে ঘটনার দিন সিনাগগে প্রবেশ করেন বোয়ার্স। পরিকল্পনামাফিক নাগালের মধ্যে থাকা সবাইকে গুলি করেন।

হামলার সময় তিনি চিৎকার করে বলছিলেন, ‘সব ইহুদিদের মরতেই হবে’। ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন