ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ার পোর্ট রিচমন্ডের ডেলাওয়্যার নদীর ধারে ৫টা ৩০ মিনিটে মাটিল্ডা শিলসের মরদেহ পাওয়া গেছে।
আপার মেকফিল্ড টাউনশিপের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, মরদেহের পরনের জামাকাপড়ের ওপর ভিত্তি করে আমরা বিশ্বাস করছি এটিই বন্যায় নিখোঁজ হওয়া দুই বছর বয়সী মাটিল্ডা শিলস।
মাটিল্ডা শিলস নামে দুই বছর বয়সী শিশু ও তার নয় মাস বয়সী ভাই গত শনিবার বাকস কাউন্টিতে আকস্মিক বন্যায় নিখোঁজ হয়।
তার মরদেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে নয় মাস বয়সী ভাই।
শিলসের পরিবার সাউথ ক্যারোলাইনা থেকে সেখানে এক পার্টিতে যোগ দিয়েছিল। ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা রাস্তায় গাড়ি পার্ক করে। তবে এর মধ্যেই শুরু হয় ফ্লাশ ফ্লাড। উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে তার বাবা, দাদী ও চার বছর বয়সী এক ভাইকে উদ্ধার করে। আর তার মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে নিখোঁজ ছিল শিলস ও তার ভাই।