বয়স কমিয়ে স্কুলে পড়ার শখে যেতে হলো কারাগারে

টিবিএন ডেস্ক

জুন ১৪ ২০২৩, ১৭:৩৫

হ্যানভিল হাই স্কুলে ভুয়া বয়স দেখিয়ে ভর্তি হওয়ার অভিযোগে নারী গ্রেফতার। ছবি: সংগৃহীত

হ্যানভিল হাই স্কুলে ভুয়া বয়স দেখিয়ে ভর্তি হওয়ার অভিযোগে নারী গ্রেফতার। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার লুইযিয়ানায় হাইস্কুলে ভুয়া বয়স দেখিয়ে ভর্তি হওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ২৮ বছর বয়সী ওই নারী নিজেকে ১৭ বছর দাবি করে স্কুলে ভর্তি হন।

সেইন্ট চার্লস প্যারিশ শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ২৮ বছর বয়সী মার্থা জেসেনিয়া গুতিয়েরেজ- সেরানোর বাড়ি লুইযিয়ানার বাউটে। তার ও তার মা মার্থা এলিজাবেথ সেরানো-অ্যালভারাডোর বিরুদ্ধে পাবলিক রেকর্ড জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।

শেরিফের অফিস জানিয়েছে, সেরানো-অ্যালভারাডো তার ২৮ বছর বয়সী মেয়েকে বাউটের হ্যানভিল হাই স্কুলের ২০২২-২০২৩ সেশনে ভর্তি করাতে ভুয়া পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট ব্যবহার করেছেন।

কর্মকর্তারা জানান, স্কুল কর্তৃপক্ষের কাছে খবর আসে যে এক প্রাপ্তবয়স্ক নারী বয়স গোপন করে ভর্তি হয়েছেন। এরপর তদন্ত করে কর্তৃপক্ষ গুতিয়েরেজ- সেরানোকে শনাক্ত করে।

তদন্ত প্রতিবেদন গত ২৯ মে শেরিফ অফিসে হস্তান্তর করা হয়।

গুতিয়েরেজ- সেরানোর মাকেও গ্রেফতার করা হয়েছে কিনা- তা জানায়নি শেরিফ অফিস।


0 মন্তব্য

মন্তব্য করুন