কারখানা ও আশপাশের এলাকা সিল করে লোকজনকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন জানিয়েছে, লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটেছে।
লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সোয়াতি তিওয়ানা বলেন, ‘গ্যাস লিকের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ঘটনাস্থলে গিয়ে সবাইকে সরিয়ে নিয়েছে। উদ্ধারকাজও চলছে।'
লুধিয়ানা ডেপুটি কমিশনার সুরাভি মালিক বলেন, ‘এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। মনে হচ্ছে গ্যাসের কারণে কোনো ধরনের দূষণ হয়েছে। এটাও ধারণা করা হচ্ছে যে ম্যানহোলে মিথেন গ্যাসের সঙ্গে কোনো রাসায়নিক মিশ্রিত হওয়ায় এই দূষণ ঘটেছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এনডিআরএফ সদস্যরা নমুনা সংগ্রহ করছেন।‘
মূখ্যমন্ত্রী ভাগওয়াত মান টুইট করে বলেন, ‘গিয়াসপুরার কারখানায় গ্যাস লিকের ঘটনা খুবই দু:খজনক। পুলিশ, সরকার ও এনডিআরএফের দল সেখানে আছে। সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত শিগগিরি জানা যাবে।‘