
প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত, ভয়াবহ ট্র্যাজেডিতে নিহত ৩

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬ ২০২৫, ৮:৪৮

দুর্ঘটনায় বিধ্বস্ত বিমান। ছবি: এপি
- 0
উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ইংল্যান্ডের আইল অব ওয়াইটের মাঠে প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার স্থানীয় সময় সকালের দিকে শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে চার জন আরোহী ছিলেন।
দ্য গার্ডিয়ান জানায়, দুর্ঘটনায় আহত একজনকে হেলিকপ্টারের সহায়তায় ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটনের মেজর ট্রমা সেন্টারে নেয়া হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
হ্যাম্পশায়ার এবং আইল অফ ওয়াইট পুলিশ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘ এই মুহূর্তে আমরা নিহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারছি না, কারণ তাদের পরিবারের সাথে যোগাযোগ এবং সহায়তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পরিস্থিতি সম্পর্কে কোনও মন্তব্য করব না তবে বিমান দুর্ঘটনা তদন্ত শাখার সাথে একত্রে কাজ করছি।’
বিমানটির অপারেটর সংস্থা নর্থামব্রিয়া হেলিকপ্টারস নিশ্চিত করেছে যে বিধ্বস্ত হেলিকপ্টারটি জি-ওসিএলভি মডেলের। সংস্থাটি জানায়, সকাল ৯টার দিকে স্যান্ডডাউন এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা হেলিকপ্টারটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।
নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস এক বিবৃতিতে বলেছে, হেলিকপ্টরটি স্যান্ডডাউন এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।
এই ঘটনার তদন্তকারী কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে বলেও সংস্থাটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।
শ্যাঙ্কলিন শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘটনায় মর্মাহত বলে জানিয়েছে এবং শহরের বসতবাড়ি এলাকা থেকে হেলিকপ্টারটিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইলটের প্রশংসা করেছে।