নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডিস্ট্রিক্ট থার্টি নাইনের কাউন্সিল উইম্যান শাহানা হানিফকে হারাতে উবার বিপুল অর্থ বিনিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
ব্রুকলিনে বুধবার বেসরকারি সংগঠন ’ড্রাম বিটস’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
শাহানার ভাষ্য, তাকে হারাতে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ২৪ হাজারের বেশি ডলার দিয়েছে উবার।
ওই সময় আগামী নির্বাচনে জয়ী হতে উবার ও ট্যাক্সি চালকসহ ডিস্ট্রিক্ট থার্টি নাইনের ভোটারদের সহায়তা চান তিনি।
এর আগে গত ২৫ মে প্রবাসী টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহানা হানিফ বলেন, ‘উবার আর বিলিয়নেয়ার জেমস ডোল্যান, তারা অনেক টাকা স্পেন্ড করতেছে আমাকে আনসিট করার জন্য। আমার অপোনেন্ট (প্রতিদ্বন্দ্বী), সে উবারের থেকে টাকা নিচ্ছে। সে জেমস ডোল্যানের থেকে টাকা নিচ্ছে, যে ম্যাডিসন স্কয়ার গার্ডেন ঔন করে।
‘আরও বিভিন্ন সুপার প্যাকের কাছ থেকে সে টাকা নিচ্ছে। এ টাকাগুলা বাইরে থেকে আসতেছে। লোকাল টাকা না। প্লাস বিলিয়নেয়ার।’
তিনি বলেন, ‘ইন দ্য হোল ওয়ার্ল্ড দেয়ার ইজ লাইক টু থাউজেন্ড বিলিয়েনার্স (গোটা দুনিয়ায় দুই হাজারের মতো বিলিয়নেয়ার আছে)। থ্রি বিলিয়নেয়ার্স ডোনেটেড হার (তিনজন বিলিয়নেয়ার তাকে অর্থ দিয়েছে)।
‘সো আমাদের মেসেজ, আমরা যখন আমাদের কনস্টিটুয়েন্সির (সমর্থক) সঙ্গে কথা বলি, আমরা বলি যে, এটা একটা লোকাল সিট। আর যদি যারা ট্রাম্পের সাপোর্টার এসে যায়, দ্যান আমাদের ডেমোক্রেসি থাকবে না নিউ ইয়র্ক সিটিতে। সো আমরা বেসিক্যালি বলতেছি সবাইকে যে, আমার বিরুদ্ধে যে দাঁড়াইছে, সে খুব ইজিলি ট্রাম্পের সাথে কাজ করবে।’