ইরানে ১৩ জুন থেকে শুরু করা হামলায় অ্যামেরিকাকে যুক্ত করতে তর সইছে না ইসরায়েলের।
দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশগুলো বাদ দিতে ওয়াশিংটন তেহরানকে চুক্তির জন্য যে দুই সপ্তাহ সময় দিয়েছে, সে পর্যন্ত অপেক্ষা করতে চান না বলে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
এ সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরায়েল এককভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে তৎপরতা শুরু করতে পারে বলেও জানিয়েছেন এসব কর্মকর্তা।
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নতুন যুদ্ধে জড়ানো নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তর্ক অব্যাহত রয়েছে।
ঘটনার সঙ্গে পরিচিত সূত্র দুটি জানায়, বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা। কলটি ছিল উত্তেজনাপূর্ণ।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবাার জানিয়েছেন, ইসরায়েল-ইরান যুদ্ধে অ্যামেরিকা জড়াবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুই সপ্তাহের মধ্যে।
ইসরায়েলি কর্মকর্তারা এত সময় অপেক্ষা করতে চান না বলে রয়টার্সকে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো।
একটি নিরাপত্তা সূত্র জানায়, কলে ইসরায়েলের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফের চিফ অব দ্য জেনারেল স্টাফ ইয়াল জামির।
সূত্রগুলো জানায়, ইরানের পরমাণু কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভূগর্ভস্থ ফোরডোতে ইসরায়েলের হামলার সুযোগ কম বলে মনে করেন ইসরায়েলি কর্মকর্তারা।
একটি পর্বতের পাশে মাটির বেশ গভীরে ফোরডো পারমাণবিক ক্ষেত্র স্থাপন করেছে ইরান। অ্যামেরিকাই একমাত্র দেশ, যার কাছে থাকা বাঙ্কার বাস্টার বোমা প্রবেশ করতে পারে সেই ক্ষেত্র পর্যন্ত।
রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানায়, মূল ভূখণ্ড থেকে নিজেদের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে বি-২ বোমারু বিমান নিচ্ছে অ্যামেরিকা। এ খবরের মধ্য দিয়ে ইরানে সরাসরি হামলায় অ্যামেরিকার যুক্ত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে।
বি-২ বোমারু বিমান অ্যামেরিকার ৩০ হাজার পাউন্ড ওজনের ‘জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্র্যাটর’ বাঙ্কার বাস্টার বোমা বহন করতে পারে। এটি তৈরি করা হয়েছে ফোরডোর মতো মাটির গভীরে থাকা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে।
বিষয়টির সঙ্গে পরিচিত ওয়াশিংটনে অবস্থানরত এক ব্যক্তি রয়টার্সকে জানান, অ্যামেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েল একটি বার্তা দিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প দুই সপ্তাহ পর্যন্ত যে সময় দিয়েছেন, সেটি তাদের মতে, অনেক দীর্ঘ। এ বিষয়ে আরও জরুরি ব্যবস্থা দরকার।
উচ্চপর্যায়ের কলের সময় ইসরায়েল বিষয়টি উত্থাপন করেছে কি না, তা নিয়ে কিছু জানাননি ওয়াশিংটনের ব্যক্তিটি।