অভিযান চলাকালে আসামির গুলিতে প্রাণ হারালেন দুই পুলিশ কর্মকর্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬ ২০২৫, ৭:৪৩

পুলিশের ওপর অতর্কিত বন্দুক হামলা করেন সন্দেহভাজন ব্যক্তি। ছবি: রয়টার্স

পুলিশের ওপর অতর্কিত বন্দুক হামলা করেন সন্দেহভাজন ব্যক্তি। ছবি: রয়টার্স

  • 0

ঘটনার পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়। এছাড়া বন্ধ রাখা হয়েছে পোরেপুঙ্কাহে এয়ারপোর্ট।

অস্ট্রেলিয়ার গ্রামীণ শহর পোরেপুঙ্কাহে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত অপর কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিবিসি জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দশজন অফিসার পোরেপুঙ্কাহরে পুরনো যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ওই ঠিকানায় গিয়েছিলেন। সেখানে পুলিশের ওপর অতর্কিত বন্দুক হামলা করেন সন্দেহভাজন ব্যক্তি।

সামাজিক মাধ্যমে এক পোস্টে, আলপাইন শায়ার কাউন্সিলের মেয়র সারা নিকোলাস দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দুকধারী পলাতক রয়েছেন।

অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার পুলিশ চিফ কমিশনার এক বিবৃতিতে বলেন, ‘আমি ব্রাইটের আশেপাশের গ্রামীণ জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আমরা ওই ব্যক্তিকে আটক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, যেন আপনাদের কমিউনিটি নিরাপদ থাকে।’

বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান তিনি।

গুলি চালানোর খবর পেয়ে পোরেপুঙ্কাহতে কয়েক ডজন পুলিশ এবং জরুরি পরিষেবা ছুটে যায়। ঘটনাস্থলে ইতোমধ্যেই বিশেষজ্ঞ পুলিশ পৌঁছেছেন। তাদের মধ্যে রয়েছেন গোয়েন্দা, আর্মড ক্রাইম স্কোয়াড, পলাতক অপরাধী দমন স্কোয়াড এবং বিশেষ অভিযান দল।

মেলবোর্ন থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে এই ঘটনার পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়। এছাড়া বন্ধ রাখা হয়েছে পোরেপুঙ্কাহে এয়ারপোর্ট।

অস্ট্রেলিয়ায় বন্দুক অপরাধ তুলনামূলকভাবে বিরল। দেশটিতে বিশ্বের সবচেয়ে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ রয়েছে।