আলাস্কার অ্যাঙ্করেজে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৈঠক শেষে পুতিনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, অনেক বিষয়ে দুই প্রেসিডেন্ট একমত হয়েছেন। বড় কিছু বিষয়ে তারা সম্পূর্ণ একমত হতে না পারলেও কিছুটা অগ্রগতি হয়েছে, তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কোনো চুক্তি হয়নি।
কী পেল ইউক্রেন?
যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও পুতিন উভয়ই কয়েক মিনিট করে কথা বলেন, তবে দুজনের কেউই কোনো প্রশ্ন নেননি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই প্রেসিডেন্টের বহুল আলোচিত বৈঠকে ইউরোপের ৮০ বছরের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধে অর্থপূর্ণ কোনো পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
পুতিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি আশা করছেন ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা অ্যামেরিকা-রাশিয়া আলোচনার ফল মেনে নেবে।
শীর্ষ পররাষ্ট্র নীতি সহকারীদের সঙ্গে নিয়ে অ্যাঙ্করেজের বিমান বাহিনীর ঘাঁটির একটি কক্ষে বৈঠকে বসেন পুতিন ও ট্রাম্প। ২০১৯ সালের পর এটিই তাদের প্রথম বৈঠক।
তাদের পেছনে নীল রঙের ব্যানারে লেখা ছিল ‘শান্তির খোঁজে’ শব্দদ্বয়।
বৈঠকের বিষয়ে ট্রাম্প তার প্রকাশ্য বিবৃতিতে জানিয়েছেন, তার লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পুতিনের কাছ থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে দ্রুত বসার অঙ্গীকার আদায়।
বৈঠকে আমন্ত্রণ পাননি জেলেন্সকি। তিনি ও তার ইউরোপীয় মিত্রদের শঙ্কা, ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিনিময়ে ইউক্রেনের এক-পঞ্চমাংশ এলাকায় রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নেবেন।
এয়ার ফোর্স ওয়ানে চড়ে আলাস্কায় যাওয়ার পথে ট্রাম্প এ ধরনের উদ্বেগ নাকচ করে জানান, যেকোনো সম্ভাব্য ভূখণ্ড ছাড়ের বিষয়টি ইউক্রেনের ওপর ছেড়ে দেবেন তিনি।