ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের শতাধিক সেনা রাজধানীতে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৫, ২১:৩১

রাজধানীতে ন্যাশনাল গার্ডের ৩০০ থেকে ৪০০ সেনা মোতায়েন করা হবে বলে জানায়  ওয়েস্ট ভার্জিনিয়া গভর্নর প্যাট্রিক মরিসির দপ্তর। ছবি: এনবিসি নিউজ

রাজধানীতে ন্যাশনাল গার্ডের ৩০০ থেকে ৪০০ সেনা মোতায়েন করা হবে বলে জানায় ওয়েস্ট ভার্জিনিয়া গভর্নর প্যাট্রিক মরিসির দপ্তর। ছবি: এনবিসি নিউজ

  • 0

স্টেইটের ন্যাশনাল গার্ড রাজধানীতে কতদিন মোতায়েন থাকবে, সে বিষয়ে করা প্রশ্নের জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি মরিসির দপ্তর।

রাজধানীতে সামরিক উপস্থিতি বাড়াতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেষ্টায় সমর্থন জানানোর অংশ হিসেবে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সেনাদের ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হচ্ছে বলে শনিবার ঘোষণা দিয়েছেন স্টেইটের গভর্নর প্যাট্রিক মরিসি।

গভর্নরের দপ্তরের বরাতে এনবিসি নিউজ জানায়, রাজধানীতে ন্যাশনাল গার্ডের ৩০০ থেকে ৪০০ সেনা মোতায়েন করা হবে। তাদের সঙ্গী হবে বিশেষ সরঞ্জাম ও বিশেষায়িত প্রশিক্ষণ।

রিপাবলিকান মরিসি এক বিবৃতিতে জানান, রাজধানীর গৌরব ও সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পের চেষ্টার পক্ষে দাঁড়াতে পারায় ওয়েস্ট ভার্জিনিয়া গর্বিত।

সেনা মোতায়েনের এ পদক্ষেপ শক্তিশালী ও নিরাপদ অ্যামেরিকা গড়ার যৌথ অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সেনাদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন স্টেইটটির অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল জিম সোয়ার্ডের অধীনে।

ট্রাম্প প্রশাসন কখন বা কীভাবে ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ডকে রাজধানীতে আনার অনুরোধ করেছে, সে বিষয়ে এনবিসি নিউজের করা প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি হোয়াইট হাউস।

স্টেইটের ন্যাশনাল গার্ড রাজধানীতে কতদিন মোতায়েন থাকবে, সে বিষয়ে করা প্রশ্নের জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি মরিসির দপ্তর।