৫ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ দরপতন স্বর্ণের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১ ২০২৫, ১৬:২৩ হালনাগাদ: নভেম্বর ১৪ ২০২৫, ৪:২০

ভারতের মুম্বাইয়ে ২০২৫ সালের ২০ মার্চ একটি গয়নার দোকানে স্বর্ণের নেকলেস সাজিয়ে রাখেন একজন কর্মী। ছবি: রয়টার্স

ভারতের মুম্বাইয়ে ২০২৫ সালের ২০ মার্চ একটি গয়নার দোকানে স্বর্ণের নেকলেস সাজিয়ে রাখেন একজন কর্মী। ছবি: রয়টার্স

  • 0

ইস্টার্ন ডেলাইট টাইম-ইডিটি ১০টা ৫১ মিনিটে তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম পাঁচ দশমিক পাঁচ শতাংশ কমে প্রতি আউন্স হয় চার হাজার ১১৫ দশমিক ৮৩ ডলার। এটি ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় দরপতন।

বড় ধরনের দরবৃদ্ধির পর বিশাল পতন দেখা গেছে স্বর্ণের দামে। বিপরীতে দর বেড়েছে ডলারের।

রয়টার্স জানায়, গত পাঁচ বছরের মধ্যে এক দিনে স্বর্ণের সর্বনিম্ন দাম ছিল মঙ্গলবার।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইস্টার্ন ডেলাইট টাইম-ইডিটি ১০টা ৫১ মিনিটে তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম পাঁচ দশমিক পাঁচ শতাংশ কমে প্রতি আউন্স হয় চার হাজার ১১৫ দশমিক ৮৩ ডলার। এটি ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় দরপতন।

ডিসেম্বর চালানের জন্য চুক্তিবদ্ধ অ্যামেরিকান স্বর্ণের দাম আউন্সে পাঁচ দশমিক তিন শতাংশ কমে নেমেছে চার হাজার ১২৯ দশমিক ২০ ডলারে।

এর আগে সোমবার স্বর্ণের দাম সর্বকালের সবচেয়ে বেশি হয়ে দাঁড়ায় চার হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে।

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে বাজির মতো পরিস্থিতি চলতি বছরে স্বর্ণের দাম প্রায় ৬০ শতাংশ বাড়িয়ে দেয়।

স্বর্ণের দরপতনের দিন কমেছে রুপার দামও। আউন্সে ধাতুটির মূল্য আট দশমিক চার শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক শূন্য ছয় ডলারে।

গুরুত্বপূর্ণ আরও দুটি ধাতুর—প্লাটিনাম ও প্যালাডিয়াম—দামও কমেছে। এর মধ্যে প্রথমটির দর সাত শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৫২৩ দশমিক ৩০ ডলারে। দ্বিতীয়টির দর ছয় দশমিক ছয় শতাংশ কমে হয়েছে এক হাজার ৩৯৮ ডলার।

বেড়েছে ডলারের সূচক

স্বর্ণের দরপতনের বিপরীতে ডলারের সূচক বেড়েছে শূন্য দশমিক চার শতাংশ। এর ফলে আরও বেশি দরে ডলার কিনতে হবে অন্য মুদ্রার বাহকদের। এতে করে তাদের জন্য সোনার বার আগের চেয়ে কঠিন হবে।

এমন বাস্তবতায় অ্যামেরিকার সেপ্টেম্বরের ভোক্তা মূল্য সূচকের প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা, যেটি শুক্রবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। সরকারে চলমান শাটডাউনের কারণে প্রতিবেদনটি প্রকাশে দেরি হয়েছে।

আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক তিন দশমিক এক শতাংশ বাড়তে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হবে বলে আশা করছেন মার্কেট সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কম থাকলে সাধারণত স্বর্ণ কিনে লাভ করা যায়।

বিনিয়োগকারীরা চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকেও তাকিয়ে আছেন।