সৌদির সঙ্গে একই দিনে ঈদুল আজহা উদযাপন করবে যেসব দেশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৭ ২০২৫, ১৮:৩৪ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ১:২২

আকাশে বাঁকা চাঁদ। ছবি: খালিজ টাইমস

আকাশে বাঁকা চাঁদ। ছবি: খালিজ টাইমস

  • 0

প্রতি বছরের মতো এবারও সৌদির সঙ্গে একই দিনে ধর্মীয় উপলক্ষটি উদযাপন করবেন অ্যামেরিকাসহ বিভিন্ন দেশের মুসলিমরা।

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটিতে কোরবানির ঈদ হিসেবে পরিচিত ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন।

প্রতি বছরের মতো এবারও সৌদির সঙ্গে একই দিনে ধর্মীয় উপলক্ষটি উদযাপন করবেন অ্যামেরিকাসহ বিভিন্ন দেশের মুসলিমরা।

আগামী ৬ জুন যেসব দেশে ঈদুল আজহা উদযাপন হবে, তার কয়েকটির নাম জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

ইন্দোনেশিয়া

একক দেশ হিসেবে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়ায়। দেশটিতে ২৮ মে, বুধবার জিলহজ মাস শুরু হবে। এর অর্থ হলো এশিয়ার দেশটিতে ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন।

দেশটিতে মঙ্গলবার জিলহজের চাঁদ ওঠার পর ধর্মমন্ত্রী নসরুদ্দিন উমর ঈদুল আজহা উদযাপনের দিন ঘোষণা করেন।

ওমান

ওমানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে মঙ্গলবার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটিতে ২৮ মে, বুধবার জিলহজ মাস শুরু হবে।

সৌদির মতো ওমানেও আরাফাহর দিন পড়বে ৫ জুন। তার পরের দিন ৬ জুন উদযাপন করা হবে ঈদুল আজহা।

সংযুক্ত আরব আমিরাত

দেশটিতে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্য অনেক দেশের মতো সেখানেও ৬ জুন ঈদ উদযাপন হবে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহামদ ৬ জুন ঈদ উদযাপনের ঘোষণা দেন।

কাতার

দেশটি বুধবার জিলহজের প্রথম দিন শুরু হবে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশেও অন্যান্য দেশের মতো ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।