যুদ্ধের উত্তাপ বাহরাইনে, ৭০% পর্যন্ত সরকারি কর্মীর হোম অফিস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২২ ২০২৫, ১৮:০৯

বাহরাইনের একটি স্থানে দেশটির পতাকা। ছবি: খালিজ টাইমস

বাহরাইনের একটি স্থানে দেশটির পতাকা। ছবি: খালিজ টাইমস

  • 0

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও দেশটির বাসিন্দাদের সীমিত চলাচলের তাগিদ দিয়েছে।

ইসরায়েল-ইরান যুদ্ধের উত্তাপ এসে পড়েছে মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে।

দেশটির ৭০ শতাংশ পর্যন্ত সরকারি কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

বাহরাইনি সংবাদ সংস্থাগুলোর বরাতে খালিজ টাইমসের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রবিবার দূরবর্তী শিক্ষা কার্যক্রম সচল করেছে বাহরাইন।

দেশটির সব সরকারি, বেসরকারি কিন্ডারগার্টেন, স্কুল ও বিশ্ববিদ্যালয়কে শিক্ষার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

টানা কয়েক দিন ধরে টানটান উত্তেজনার মধ্যে রবিবার শুরুর সময়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় অ্যামেরিকা। ইরানের পরমাণু বোমা বানানোর সক্ষমতা নষ্ট করতে দেশটি বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে।

এ হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট মসলিস। এর বাইরে মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাতে পারে বলে শঙ্কা রয়েছে।

অ্যামেরিকার নৌবাহিনীর পঞ্চম বহর এবং নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদরদপ্তর বাহরাইনে।

ইরানের তিন স্থাপনায় অ্যামেরিকার হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাহরাইনের শিক্ষা মন্ত্রণালয় সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম অনলাইনে স্থানান্তরের নির্দেশনা দেয়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও দেশটির বাসিন্দাদের সীমিত চলাচলের তাগিদ দিয়েছে।

অত্যাবশ্যক না হলে প্রধান সড়ক ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বাহরাইনের সিভিল সার্ভিস ব্যুরো-সিএসবি মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলোতে দূরবর্তী কার্যক্রম সচল করার নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় ৭০ শতাংশ পর্যন্ত কর্মীকে বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে, তবে যেসব খাতে সশরীরে উপস্থিত থাকা অত্যাবশ্যক, সেগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

সমুদ্রপথে ইরান থেকে বাহরাইনের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

এদিকে ইরানের তিন পরমাণু ক্ষেত্র ফোরডো, নাতাঞ্জ ও ইস্পাহানে অ্যামেরিকার হামলার পর তেজস্ক্রিয়তার কোনো প্রভাব শনাক্ত হয়নি বলে জানিয়েছে সৌদির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

দেশটির পারমাণবিক ও তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ কমিশন এক্সে জানায়, সৌদি আরব এবং উপসাগরীয় অন্যান্য দেশে তেজস্ক্রিয়তার কোনো প্রভাব শনাক্ত হয়নি।

কুয়েতের ন্যাশনাল গার্ড এক্সে দেওয়া পোস্টে জানায়, দেশটির আকাশসীমা ও পানিতে তেজস্ক্রিয়তার স্তর স্বাভাবিক। পরিস্থিতি আগের মতোই আছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, ইরানের তিনটি স্থাপনায় বোমা হামলার পর ক্ষেত্রের বাইরে তেজস্ক্রিয়তার স্তর বাড়েনি।