জাদুবিদ্যা, আর্থিক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ইরাকি এক নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে গালফ নিউজের মঙ্গলবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ই.কে. হিসেবে শনাক্তকৃত ওই নারীকে গ্রেপ্তার করে কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আর্থিক অপরাধ দমন বিভাগ।
বিবৃতিতে জানানো হয়, ওই নারী অর্থের বিনিময়ে ভবিষ্যদ্বাণীর পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিক সমস্যার অতিপ্রাকৃত সমাধান দিচ্ছিলেন বলে বিশ্বস্ত খবর ছিল। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ইরাকি নারী জাদুবিদ্যা ও কুসংস্কারকেন্দ্রিক কিছু আচার পালন করতেন। তিনি ভবিষ্যতের ঘটনা সম্বন্ধে অনুমান করতে পারেন বলে দাবি করতেন। এ নারী সাহায্য প্রার্থীদের আবেগীয় দুর্বলতার সুযোগ নিতেন।
নজরদারির মাধ্যমে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের বিষয়ে নিশ্চিত হয়ে আইনি পরোয়ানা নিয়ে আল আদান এলাকায় ছদ্মবেশে অভিযান চালানো হয়। ওই সময় জাদুটোনার লিখিত বার্তা, ভেষজ, তেল, তাবিজ ও তালার মতো সামগ্রীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অবৈধ চর্চার অংশ না হতে লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সমাজের জন্য ক্ষতিকর প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।