ক্রাইম টিভি সিরিজ দেখতে ভালোবাসতেন ভারতীয় তরুণী অমৃতা চৌহান। নিজেও পড়াশোনা করতেন অপরাধবিজ্ঞান শাখার ফরেনসিক বিভাগে।
সিরিজ দেখে পাওয়া অভিজ্ঞতা আর প্রাতিষ্ঠানিক জ্ঞানই যেন কাজে লাগান প্রেমিককে হত্যা করতে।
প্রথমে প্রাক্তন প্রেমিক ও তার সহযোগিকে সঙ্গে নিয়ে প্রেমিক রাম কেশ মীনাকে (৩২) মারধর, গলা টিপে হত্যা করেন অমৃতা। পরে অগ্নিকান্ডে মৃত্যু দেখাতে মরদেহর শরীরে ঘি, তেল, মদ ঢেলে চেষ্টা করেন আগুনে পোড়াতে।
গালফ নিউজ জানায়, ভারতের দিল্লির বিহার এলাকায় ভুক্তভোগীর ফ্ল্যাটে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় অমৃতা, তার প্রাক্তন প্রেমিক সুমিত ক্যাশপ(২৭) ও সহযোগী সন্দীপ কুমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ জানায়, মীনা ও অমৃতা একই ফ্ল্যাটে বাস করতেন।
একদিন মীনা তার প্রেমিকার কিছু আপত্তিকর ভিডিও ধারণ করেন। এ কথা জানতে পারে প্রেমিককে ভিডিওগুলো সরাতে চাপ দেন অমৃতা। কিন্তু মীনা তাতে অস্বীকৃতি জানান।
পরে প্রতিশোধপরায়ণ হয়ে মীনাকে হত্যা পরিকল্পনা করেন অমৃতা।
হত্যার পর আগুন লাগিয়ে পালিয়ে যান দুই সহযোগীকে নিয়ে।
পরে আগুন নেভাতে অগ্নিনির্বাপককর্মীরা উপস্থিত হন মীনার বাড়িতে। সেখানে তার মরদেহ উদ্ধার করলে খবর দেন গোয়েন্দা কর্মকর্তাদের।
গোয়েন্দা কর্মকর্তারা আগুন লাগার ধরন দেখেই বুঝতে পারেন এটি পরিকল্পিত হত্যাকান্ড।
সিসিটিভি ফুটেজের ভিডিও যাচাই করে কর্মকর্তারা জানান, আগুন লাগার আগে মুখোশ পরিহিত তিন ব্যক্তি ফ্ল্যাটে প্রবেশ করে।
তদন্তের প্রয়োজনে নিহতর প্রেমিকার মোবাইল ফোন ট্র্যাক করলে জানা যায়, আগুন লাগার সময় অমৃতা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
পরে হত্যা পরিকল্পনার কথা স্বীকার করে নেন অমৃতা।
এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে পুলিশ।