ক্যানাডার দাবানলের ধোঁয়া ইউরোপেও

টিবিএন ডেস্ক

জুন ১০ ২০২৩, ১৬:২২

ক্যানাডার দাবানলের ধোঁয়া নরওয়ে পর্যন্ত ছড়িয়েছে। ছবি: ফায়ার ফোরকাস্ট

ক্যানাডার দাবানলের ধোঁয়া নরওয়ে পর্যন্ত ছড়িয়েছে। ছবি: ফায়ার ফোরকাস্ট

  • 0

ক্যানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া অ্যামেরিকা ছাড়িয়ে ইউরোপের নরওয়ে পর্যন্ত পৌঁছেছে।

দাবানলের কালো ধোঁয়ায় ইতোমধ্যে অ্যামেরিকার বেশ কিছু অংশকে আচ্ছন্ন করে ফেলেছে। প্রায় ৭৫ মিলিয়ন মানুষকে আনা হয়েছে বায়ু মানের সতর্কতার আওাতায়। 

বিজ্ঞানীরা বলছেন, গত কয়েক দিনে ক্যানাডার দাবানলের ধোঁয়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ড পেরিয়ে নরওয়ের বাতাসে মিশেছে। 

নরওয়ের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইন্সটিটিউটের (এনআইএলইউ) বিজ্ঞানীরা অত্যন্ত সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে দেশটির বাতাসে ক্রমবর্ধমান ধোঁয়া শনাক্ত করেছেন। পূর্বাভাস মডেলিং ব্যবহার করে এই ধোঁয়ার উৎপত্তিস্থল সম্পর্কেও নিশ্চিত হয়েছেন তারা। 

এনআইএলইউয়ের সিনিয়র বিজ্ঞানী নিকোলাস ইভাঞ্জেলি জানিয়েছেন, নরওয়ের বাসিন্দারা খুব শিগগিরই ধোঁয়ার গন্ধ অনুভব করবেন। এমনকি এই ধোঁয়াকে হালকা কুয়াশার মতো দেখা যেতে পারে। তবে নরওয়ের নাগরিকদের অ্যামেরিকানদের মতো ক্ষতিকর স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা নেই। 

ইভাঞ্জেলি সিএনএনকে বলেন, ‘এত দূরে সৃষ্ট দাবানলের ধোঁয়া বিভিন্ন দেশ পার হয়ে আসায় নরওয়েতে হালকা প্রভাব পড়বে। 

‘আগামী দিনগুলোতে ধোঁয়ার কুণ্ডলীটি ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে হয়তো কেউ বাতাসের সঙ্গে ধোঁয়া বা ধোঁয়ার গন্ধ অনুভব করবেন না।’

তিনি বলেন, ‘দাবানলের ধোঁয়ার দীর্ঘসময় ধরে দীর্ঘপথ অতিক্রম করা অস্বাভাবিক কিছু নয়। ক্যানাডার দাবানলের ধোঁয়া অতি উচ্চতায় ছড়িয়ে পড়ায় তা বহুদূর ছড়িয়ে পরতে সক্ষম হচ্ছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন