‘ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে তহবিল চুরি করছে’

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৫ ২০২৫, ১:৩৮

ছবিঃ ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান রোযা ডেলারো

ছবিঃ ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান রোযা ডেলারো

  • 0

ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে বিভিন্ন ফেডারেল সংস্থার তহবিল আটকে রেখেছে অথবা চুরি করছে এবং সংস্থাগুলোকে ভেঙে দিচ্ছে বলে, অভিযোগ করেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান রোযা ডেলারো।

২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদনের বিষয়ে বুধবার হাউয অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটির শুনানিতে অংশ নেন, অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর রাসেল ভট।

শুনানিতে ডেমোক্র্যাটদের ব্যাপক সমালোচনার শিকার হন ট্রাম্প প্রশাসনের বাজেট প্রধান। কমিটির র‍্যাংকিং মেম্বার রোযা ডেলারো অভিযোগ তোলেন, ভট এবং ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন করছে।

মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে বতর্মান প্রশাসনের কোনো মনোযোগই নেই বলে মন্তব্য করেন ডেলারো।

কংগ্রেসওম্যান আরো অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন জনগণের জন্য বরাদ্দকৃত তহবিল চুরি করছে ও তাদের অধিকার হরণ করছে।

তিনি আরো বলেন, কংগ্রেস এবং করদাতাদের অব্যাহতভাবে অবজ্ঞা করা হচ্ছে। সংবিধানকেও গুরুত্ব দেয়া হচ্ছে না।

ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান স্টেনি হয়ার, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, প্রশাসনের পদক্ষেপগুলো একটি সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ফেডারেল ঋণ ও অনুদান স্থগিত করা নিয়েও সমালোচনা করেন হয়ার।

তবে, এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন রাসেল ভট। তিনি বলেন, ফেডারেল কর্মী ছাঁটাইয়ের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নাও হতে পারে।