টুইটারের মালিক ইলন মাস্কের দাবি প্রতারণার মাধ্যমে থ্রেডস তৈরি হয়েছে। টুইটারের সাবেক কর্মীরা থ্রেডস তৈরিতে সহায়তা করেছেন। এমনকি টুইটারের আদলেই থ্রেডস তৈরি করা হয়েছে। দুটি অ্যাপের নিউজফিড ও রিপোস্টিং সিস্টেম প্রায় অভিন্ন।
এ বিষয়ে ইলন মাস্ক বলেন, ‘প্রতিযোগিতা ঠিক আছে। কিন্তু প্রতারণা নয়’।
টুইটারের অ্যাটর্নি অ্যালেক্স স্পিরো বুধবার জাকারবার্গকে এক চিঠি পাঠান। যেখানে টুইটারের বাণিজ্য গোপনীয়তা ও অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টির বেআইনি অপব্যবহারের অভিযোগ করা হয়।
স্পিরো অভিযোগ করেন, টুইটারের কয়েক ডজন সাবেক কর্মীকে দিয়ে থ্রেডস তৈরি করা হয়েচে যাদের কাছে টুইটারের বাণিজ্য গোপনীয়তা ও অন্যান্য গোপনীয় তথ্যগুলোর সহজলভ্য ছিল। তারা সেগুলো ব্যবহার করে টুইটারের আদলে এক নতুন অ্যাপ তৈরি করেছেন মেটার জন্য।
চিঠিতে বলা আছে, টুইটার তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবহারের অধিকার কঠোরভাবে প্রয়োগ করবে এবং টুইটারের সম্পত্তির অপব্যবহারের জন্য পদক্ষেপ নেবে।
তবে এই দাবি অ্যামেরিকান আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। টুইটারের আইনি পদক্ষেপ নিতে নিতে গেলে প্রমাণ করতে হবে যে থ্রেডস তৈরিতে টুইটারের ডিজাইন বা কোন প্রোগ্রামিং কোড ব্যবহার করা হয়েছে কি না।