ভিসিইউ এবং রিচমন্ড পুলিশ বুধবার রাত ১২টার দিকে গুলির খবর পেয়ে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি (ভিসিইউ) মেডিক্যাল সেন্টারের নর্থ হসপিটালে পৌঁছায়।
এইট নিউয জানায়, হাসপাতালের দুই কর্মী বিবাদের একপর্যায়ে দুজনেই বন্দুক বের করে একে অপরের দিকে গুলি চালান।
ভিসিইউ পুলিশ চিফ জন ভেনুটি জানান, এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, ‘এ ঘটনার পর রিচমন্ড পুলিশের সঙ্গে মিলে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যাতে আর কোনো হুমকি না থাকে।’
পুলিশের বরাতে ডব্লিউআরআইসি জানায়, এ ঘটনায় কোনো রোগীর ক্ষয়ক্ষতি হয়নি।
ভিসিইউ পুলিশ এবং রিচমন্ড পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে।