
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে শর্তসাপেক্ষে রাজি হামাস

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২ ২০২৫, ১০:২২ হালনাগাদ: নভেম্বর ২০ ২০২৫, ৭:৪৬
.jpg)
স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কয়েকজন সদস্য। ছবি: টাইমস অফ ইসরায়েল
- 0
কায়রোয় বুধবার হামাসের একটি প্রতিনিধিদল ইজিপ্ট ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে।
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে চলমান যুদ্ধ শেষ হওয়ার শর্তেই তারা প্রস্তাবে রাজি হবে বলে জানিয়েছে হামাসের এক শীর্ষ কর্মকর্তা।
বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। ট্রাম্পের দেয়া প্রস্তাব সরাসরি মেনে নেয়নি সংগঠনটি। তারা জানিয়েছে, আগের মতোই তাদের দাবি , যে কোনো চুক্তির মাধ্যমেই গাজার যুদ্ধের সম্পূর্ণ অবসান হতে হবে।
হামাস কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, ‘একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আমরা প্রস্তুত এবং আন্তরিক।’ তিনি আরও বলেন, ‘হামাস এমন যে কোনো উদ্যোগ মেনে নিতে প্রস্তুত, যা স্পষ্টভাবে গাজায় চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাবে।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইজিপ্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, কায়রোয় বুধবার হামাসের একটি প্রতিনিধিদল ইজিপ্ট ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা এক এক্স বার্তায় বলেছেন, ‘ইসরায়েল সরকার এবং জনগণের বড় একটি অংশ বন্দীদের মুক্ত করার পরিকল্পনার পক্ষে। যদি এ সুযোগ আসে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।’
তবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইসরায়েল এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন যে সবশেষ প্রস্তাবে ৬০ দিনের একটি চুক্তির কথা বলা হয়েছে যার মধ্যে গাজা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই অঞ্চলে মানবিক সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে, মঙ্গলবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল সম্মতি দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি এ চুক্তি গ্রহণ না করে, তাহলে ‘পরিস্থিতি আরও খারাপ’ হবে। হোয়াইট হাউসে আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এ ঘোষণা দিলেন। তিনি ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়াচ্ছেন যাতে উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তিতে পৌঁছায় এবং গাজা যুদ্ধের অবসান ঘটে।