খ্রিষ্টান দাতব্য প্রতিষ্ঠান এল রোই হাইতি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালিক্স পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি কমিউনিটি মিনিস্ট্রিতে কাজ করতেন। সেখান থেকে তাকে অপহরণ করা হয়।
অ্যালিক্স ডরসেনভিল এল রই হাইতির পরিচালক ও প্রতিষ্ঠাতা স্যান্ড্রো ডরসেনভিলের স্ত্রী। শিশুটির বয়স ও লিঙ্গ পরিচয় জানা যায়নি।
এল রোই হাইতির বিবৃতিতে বলা হয়, ‘অ্যালিক্স একজন গভীর সহানুভূতিশীল ব্যক্তি, যিনি হাইতিকে তার বাড়ি এবং হাইতিয়ান জনগণকে তার বন্ধু ও পরিবার বলে মনে করেন।’
দাতব্য সংস্থাটি আরও বলেছে, তারা অ্যালিক্স ও তার শিশুর নিরাপদে ফিরে আসার জন্য কাজ করে যাচ্ছে।
হাইতি সম্বন্ধে অ্যামেরিকার লেভেল-ফোর সতর্কতা (অপহরণ, অপরাধ, নাগরিক অস্থিরতা এবং দরিদ্র স্বাস্থ্যসেবা) জারির কয়েক দিনের মধ্যে এ ঘটনা ঘটল।
ইউএস স্টেইট ডিপার্টমেন্ট এ ব্যাপারে হাইতিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। জরুরি নয় এমন সব সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের হাইতি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্টেইট ডিপার্টমেন্ট কর্মকর্তারা।
ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে দরিদ্র এ দেশটি ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যার পর থেকে চরম রাজনৈতিক সংকটে। ক্রাইম গ্যাংগুলো দেশটির সম্পদের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। দ্বীপটিতে অপহরণ এবং সশস্ত্র ডাকাতির মতো সহিংস অপরাধ খুবই সাধারণ বিষয়।
হাইতির কর্মকর্তারা দেশটিতে সশস্ত্র গ্যাংদের দখল রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন।
এ মাসের শুরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস হাইতির জন্য একটি বহুজাতিক বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন। হাইতির স্থানীয় আইন প্রয়োগকারীদের প্রশিক্ষণ দিতে ১০০০ পুলিশ অফিসার পাঠানোর প্রস্তাব দিয়েছে কেনিয়া।