স্টারবাকসের ড্রিংকে মিলবে নাগেট আইস

টিবিএন ডেস্ক

মে ২১ ২০২৩, ২৩:৩৯

ছবি: স্টারবাকস

ছবি: স্টারবাকস

  • 0

আইসড বেভারেজ লাভারদের জন্য এবার নাগেট আইস বা চিবিয়ে খাওয়ার বরফ নিয়ে আসছে স্টারবাকস। বিখ্যাত এই কফিশপ জানিয়েছে, গ্রাহকদের মধ্যে নাগেট আইসের গ্রহণযোগ্যতা বেড়েছে। তাই এখনকার আইসকিউবের বদলে আইসড বেভারজে নাগটে আইস ব্যবহার করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

স্টারবাকস জানিয়েছে, এ বছরই অ্যামেরিকার কয়েকটি স্টোরে নাগেট আইস চালু করবে তারা।

কফি জায়ান্ট প্রতিষ্ঠানটির মুখপাত্র মেগান অ্যাডামস জানান, পরীক্ষামূলকভাবে কিছু স্টোরে আইসড বেভারেজে তারা নাগেট আইস ব্যবহার করেছেন।

তিনি বলেন, ‘আমাদের হাতে তৈরি পানীয়গুলো নাগেট আইস দিয়ে যারা খেয়েছেন, তাদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছি।’

বেশ নরম ও সহজে চিবিয়ে খাওয়া যায় বলে নাগেট আইস ড্রিংক লাভারদের কাছে এর চাহিদা বেড়েছে। সনিক ড্রাইভ-ইন, চিক-ফিল-এ ও হুইচ উইচের মতো ফুডশপ অনেকদিন ধরেই তাদের ড্রিংকে এই বরফ ব্যবহার করে আসছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন