ম্যারিন জানান, ১৯ বছর একসঙ্গে থাকার পর তারা বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এখনও ভালো বন্ধু, একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে। দুজনেই আমাদের বাবা-মাকে ভালবাসি। পরিবারের মতোই একে অপরের সঙ্গে সময় কাটানো অব্যাহত থাকবে।’
ফিনল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার ওয়াইএলই জানায়, দীর্ঘদিন ম্যারিন ও রাইকোনেন পরস্পরকে ভালোবেসে ২০২০ সালে বিয়ে করেন। এপ্রিল মাসে ফিনল্যান্ডের সংসদীয় নির্বাচনে হেরে যাওয়ার পর বিচ্ছেদের ঘোষণাটি দিলেন ম্যারিন। তার বিরুদ্ধে জয়ী হয় ডানপন্থি ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি)।
তবে নতুন জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২০ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন ম্যারিন। দ্রুতই সেন্ট্রাল-লেফট সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষে উঠে আসেন। ৩৪ বছর বয়সে ২০১৯ সালে দায়িত্ব নেয়ার পর বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।