বন্দুক হামলা থেকে স্কুলকে বাঁচালো এক শিক্ষার্থী

টিবিএন ডেস্ক

এপ্রিল ৭ ২০২৩, ২২:০৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

ওহাইওতে এক স্কুলছাত্রের উপস্থিত বুদ্ধির কারণে সম্ভাব্য বন্দুক হামলা থেকে রক্ষা পেয়েছে তার স্কুল। ওয়েস্ট যউগা লোকাল স্কুলে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য হামলাকারীর কাছ থেকে তারা লোডেড বন্দুক জব্দ করেছে।

চেস্টার টাউনশিপ পুলিশের বরাতে এবিসি নিউজ এ খবর জানায়। তবে ওই শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি। 

পুলিশ জানিয়েছে, গত সোমবার স্কুলের টয়লেটে গিয়ে একটি বুলেট পড়ে থাকতে দেখে ওই কিশোর। দেরি না করে সে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়। 

স্কুল থেকে তখনই পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে আরেক শিক্ষার্থীকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করে।  

তাকে নাইন এমএম হ্যান্ডগান ও তিনটি লোড করা ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়।

চেস্টার টাউনশিপ পুলিশ চিফ ক্রেইগ ইয়ং জানান, তার বিরুদ্ধে হত্যার চেষ্টা, আতঙ্ক সৃষ্টি করা এবং একটি স্কুলে অবৈধ-প্রাণঘাতী অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগ তোলা হয়েছে।

যউগা কাউন্টির প্রসিকিউটর জিম ফ্লেইজ বলেন, ‘অভিযুক্তকে আপাতত পুলিশের হেফাজতে নেয়া হবে। তাকে একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক মূল্যায়নের পরে শুক্রবারের ভেতর গ্রেপ্তার করা হবে।‘

স্কুল্টির সুপারইন্টিন্ডেট রিচার্ড মার্কওয়ার্ক জানান, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্কুলটিতে লকডাউন চলবে।


0 মন্তব্য

মন্তব্য করুন