‘গে’ চরিত্রে স্ট্রেইট অভিনেতায় ক্ষতি নেই: টুচি

টিবিএন ডেস্ক

জুলাই ৬ ২০২৩, ০:২১

অভিনেতা স্ট্যানলি টুচি (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

অভিনেতা স্ট্যানলি টুচি (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

  • 0

হলিউড অভিনেতা স্ট্যানলি টুচির মতে, স্ট্রেইট কোনো অভিনেতা যদি গে চরিত্রে অভিনয় করে তাতে কোনো সমস্যা নেই। বিবিসি রেডিও ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন টুচি।

ডেজার্ট আইল্যান্ড ডিস্ক শো-তে টুচি বলেন, ‘‘অবশ্যই আমি বিশ্বাস করি এতে কোনো সমস্যা নেই… যখন কোনো গে আমার সঙ্গে ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা’ বা 'সুপারনোভা' নিয়ে কথা বলেন তখন আমি খুশি হই। তারা বলে, ‘এটি দারুণ ছিল, আপনি এটা সঠিকভাবে করেছেন যা অনেকে করতে পারে না।’’

টুচি আরও বলেন, ‘একজন অভিনেতা বিভিন্ন মানুষের চরিত্রে অভিনয় করবে সেটিই স্বাভাবিক।’

সঠিক উপায়ে অভিনয় করার উপর জোর দেন অস্কার মনোনীত এ অভিনেতা। তিনি জানান, গে চরিত্রে স্ট্রেইট কারো অভিনয়ে সমস্যা নেই। তবে সে অভিনয় যদি ক্যারিকেচার বা স্টেরিওটাইপের জন্ম দেয় তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায়।

এদিক থেকে টুচির চিন্তাধারা টম হ্যাংকসের চেয়ে ভিন্ন। হ্যাংকস গত বছর দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনকে বলেছিলেন, একজন স্ট্রেইট অভিনেতার পক্ষে গে চরিত্রে অভিনয় করা সম্ভব নয়; যেমনটা তিনি জোনাথন ডেমির ১৯৯৩ সালের লিগ্যাল ড্রামা ‘ফিলাডেলফিয়া’-তে করেছিলেন।


0 মন্তব্য

মন্তব্য করুন