উত্তর-পশ্চিম স্কটল্যান্ডের সৈকতটিতে রোববার ভোরে কয়েক ডজন পাইলট তিমি আটকের খবরে হাজির হন উদ্ধারকারী, উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ।
সামুদ্রিক প্রাণী উদ্ধারকারী বেসরকারী প্রতিষ্ঠান ব্রিটিশ ডাইভার্স মেরিন লাইফ রেসকিউ দেখতে পায় তিমিগুলোর মধ্যে প্রাপ্ত বয়ষ্ক ও বাচ্চাসহ ১৫টি তিমি বেঁচে ছিল। কম পানিতে থাকা আরও দুটি তিমিকে তারা আবার সাগরে পাঠানোর চেষ্টা করে।
অগভীর সমুদ্র সৈকত, রুক্ষ ঢেউয়ের পরিস্থিতি ও তিমিগুলোর পানির বাইরে থাকার সময় বিবেচনা করে ওইদিন বিকেলের মধ্যে উদ্ধারকারী দলগুলো সিদ্ধান্ত নেয় বেঁচে থাকা তিমিগুলিকে কষ্ট না দিয়ে তাদের হত্যা করা উচিৎ।
দাতব্য সংস্থাটি জানিয়েছে, দলটি একটি নারী তিমির প্রসবে সমস্যা হওয়ার সময় তাকে অনুসরণ করছিল।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাইলট তিমিগুলি একসঙ্গে চলাচলের জন্য বিখ্যাত। যখন একটি তিমি কোনো সমস্যায় পড়ে ও সৈকতে আটকা পড়ে, তখন বাকিরা তাকে অনুসরণ করে। এই দলের জন্য এটি একটি দুঃখজনক ফল বয়ে এনেছে। স্পষ্টত আমরা সবাই এই দুর্ভাগ্য আশা করি নি।‘
তিমিগুলোর মৃত্যুর কারণ জানতে সোমবার থেকে ময়নাতদন্তের কাজ শুরু করবেন বিশেষজ্ঞরা।
প্রাণীগুলোর নাম তিমি হলেও, এগুলো আদতে সামুদ্রিক ডলফিনের অন্তর্গত।