প্রধান প্রতিদ্বন্দ্বি আর্সেনালের হারে শনিবার দুপুরেই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির। শিরোপা জয়ের আনন্দ তারা করল রোববার দুপুরে।
চেলসিকে নিজ মাঠে ১-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেস।
তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় চেলসির বিপক্ষে ম্যাচটি গার্দিওলার দলের জন্য হয়ে দাঁড়ায় নিয়মরক্ষার। একাদশে একাধিক পরিবর্তন আনেন এ স্প্যানিশ ট্যাকটিশিয়ান।
বেঞ্চে বিশ্রামে ছিলেন আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান ও এদারসনের মতো নিয়মিতরা।
ম্যাচের আগে লিগের প্রথা অনুযায়ী নতুন চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দেয় চেলসি। নিজ মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নির্ভার হয়ে ম্যাচ শুরু করে সিটি।
শুরু ১২ মিনিটের মাথায় লিড নিয়ে নেয় স্বাগতিক দল। কোল পামারের অ্যাসিস্ট থেকে আলভারেস চমৎকারভাবে লক্ষ্যভেদ করেন।
এর তিন মিনিট পরে দারুণ গোছানো আক্রমণে চেলসির বক্সে চলে আসেন আলভারেস। কিন্তু তার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করতে পারেননি রিয়াদ মাহরেজ।
ম্যাচের ৩১ মিনিটের সময়ে কনর গ্যালাগারের শট সিটির বারে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় চেলসি। ফলে, ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধেও স্বভাবসুলভ বলের পজেশনে আধিক্য রাখে সিটি। চেলসি কাউন্টার অ্যাটাক থেকে গোল শোধের চেষ্টা করে বেশ কয়েকবার। তবে সফল হয়নি।
ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই। একমাত্র গোল ম্যাচ জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে সিটি।
এটি ছিল সিটির টানা তৃতীয় শিরোপা। আর গত ছয় বছরের মধ্যে পঞ্চম। সিটিকে হ্যাটট্রিক শিরোপা জিতিয়ে স্পেন, জার্মানির পর ইংল্যান্ডেও লিগ জয়ের হ্যাটট্রিক করলেন গার্দিওলা।
এখন সিটির সামনে লক্ষ্য এফএ কাপ ও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ট্রেবল জয় নিশ্চিত করা।